স্পোর্টস ডেস্কঃ বার্সোনার জার্সিতে নিজের শততম ম্যাচ খেললেন পেদ্রি। শনিবার রাতে জিরোনার বিপক্ষে মাইলফলকের ম্যাচে গোলও পেয়েছেন এই মিডফিল্ডার। তাঁর গোলে জিরোনাকে ১-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিল মজবুত করল কাতালানরা।
চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত পাঁচ গোল করেছেন পেদ্রি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ছয় গোল তাঁর নামের পাশে। জিরোনা ম্যাচের পর বার্সা কোচ জাভি হার্নান্দেজ জানান, এখন পর্যন্ত নিজের জায়গায় সেরা একজন হয়ে গেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
পেদ্রি প্রসঙ্গে জাভি বলেন, ‘পেদ্রি এরই মধ্যে মাঠে বড় পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড় হয়ে উঠেছে। সেই সঙ্গে অ্যাসিস্ট ও গোল সংখ্যা যোগ করলে দেখা যাচ্ছে, আমরা এই পজিশনে বিশ্বের সেরাদের একজনকে নিয়ে কথা বলছি, এবং সেটা মাত্র ২০ বছরেই সে তা করে দেখিয়েছে।’
লা লিগায় ১৮ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। এই ম্যাচে তারা জিতলে পয়েন্টের ব্যবধান কমবে বার্সার সাথে।
Discussion about this post