নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়ল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছে লিটন দাসের দল। শনিবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে তারা ৪৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে স্কোর বোর্ডে জমা পায় ২৫৪ রানের। জবাবে ৪১.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৮ রান করে বাংলাদেশ। তাতে কিউইরা ৮৬ রানের জয় পায়।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান আসে দলে ফেরা দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবালের ব্যাট থেকে। তবে ফেরাটা রাঙাতে পারেন নি সৌম্য সরকার। রানের খাতা খোলতেই পারেন নি বাঁহাতি এই ব্যাটার। মাহমুদউল্লাহ ৪৯ ও তামিম ৪৪ রান করেন। তৃতীয় সর্বোচ্চ ২১ রান আসে নাসুমের ব্যাট থেকে। এ ছাড়া আর কেউ বিশের ঘর পার হতে পারেননি।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন সোধি। এ ছাড়া ২ উইকেট নেন কাইল জেমিসন। এর আগে রান তাড়া করতে নেমে সাবধনী শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ও লিটন। ষষ্ঠ ওভারে ১৬ বলে ৬ রান করা লিটন ফিরেন। তাতে প্রথম উইকেট হারায় টাইগাররা। তিনি ফেরার পর জুটি গড়ার চেষ্টা করেন তামিম ও তানজিদ হাসান তামিম। তবে তাদের জুটি ভাঙেন সোধি। আর এখান থেকেই ম্যাচের সব আলো কেড়ে নেন এই লেগ স্পিনার।
৩টি চারে ১২ বলে ১৬ রান করেন জুনিয়র তামিম। এরপর ক্রিজে আসেন আড়াই বছর পর ওয়ানডেতে ব্যাট করার সুযোগ পাওয়া সৌম্য সরকার। ২ বল খেলে বোলার সোধিকে ক্যাচ দিয়ে খালি হাতে ফিরেন তিনি। দ্রুত বিদায় নেন তাওহিদ হৃদয়ও। ৪ রান করা এই ডানহাতি ব্যাটারকে বোল্ড করেন সোধি। ৭টি চারে ৫৮ বলে ৪৪ রান করা সাবেক অধিনায়ক তামিমকে শিকার করেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া সোধি।
ষষ্ঠ উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ ও মাহেদি হাসান সাবধানে খেলে রানের চাকা সচল রাখেন। কিন্তু তাদের পথে বাঁধ সাধেন সোধি। ১৭ রান করা মাহেদিকে বোল্ড করেন তিনি। তাতে দারুণ এক মাইলফলক স্পর্শ করেন এই ডানহাতি বোলার। ৪৮ ম্যাচের ওয়ানডেতে প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন সোধি। ৪টি চার ও ১টি ছক্কায় ৭৬ বলে ৪৯ রান করেন মাহমুদুল্লাহ।
এর আগে টসে হেরে বোলিংয়ে নেমে শুরুতে বেশ কয়েকটি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশ। সেখান থেকেই দলটিকে টেনে তুলেছেন হ্যানরি নিকোলস ও টম ব্লান্ডেল। দুজনে জুটি গড়েছিলেন ৯৫ রানের। শেষের দিকে নিউজিল্যান্ডের রান বাড়িয়েছেন ইশ সোধি ও কাইল জেমিসন। ব্লান্ডেল সর্বোচ্চ ৬৮ রান করেন। ৪৯ রান করেন নিকোলস। সোধির ৩৫ রানের সাথে জেমিনসনের ২০ রান গড়ে দেয় বড় ব্যবধান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post