স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক সূচি নেই, তাই ব্যস্ততাও নেই বাংলাদেশ দলের। তবে এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করছে টাইগাররা। এছাড়া সামনে বিশ্বকাপও রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) তোড়জোর রয়েছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ৩১ জুলাই, সোমবার থেকে ক্যাম্প শুরু করছে বিসিবি।
শুরুতে হবে ফিটনেস ক্যাম্প। ৩২ জন ক্রিকেটার নিয়ে মিরপুরের হোম অব ক্রিকেটে সেই ক্যাম্প হবে। ৩ আগস্ট ফিটনেস পরীক্ষা (ইয়ো ইয়ো) দেবেন এই ৩২ ক্রিকেটার। এখান থেকে তালিকাটা আরও ছোট করে নিয়ে আগামী ৫ বা ৬ আগস্টের মধ্যে ২১ থেকে ২২ সদস্যকে চূড়ান্ত করবেন নির্বাচকরা। এরপর সেই ক্রিকেটাররা স্কিল ক্যাম্পে অংশ নেবেন। তবে এলপিএল ও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যস্ত থাকা ক্রিকেটাররা এই ক্যাম্পে থাকবেন না।
আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। আপাতত যে ৩২ জন নিয়ে ক্যাম্প শুরু হবে, তাদের নাম প্রকাশ করছেন না নির্বাচকরা। তবে ২১ বা ২২ সদস্যের দলের নাম প্রকাশ করা হবে পরবর্তীতে। গণমাধ্যমে রোববার এসব বিষয় নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এই প্রসঙ্গে গণমাধ্যমকে নান্নু বলেন, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। একটা মান দেখার জন্য। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি। ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল শুরু হবে ৮ তারিখে। এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেব। ওরাই স্কিল করবে এশিয়া কাপের জন্য। ইয়ো ইয়ো টেস্টটা কেবল দেখার জন্য কার কি অবস্থা। এটার উপর ডিপেন্ড করে বাদ পড়ার চান্স।’
নান্নু আরও বলেন, ‘৩২ জনের দল আমরা প্রকাশ করছি না, এটা আমাদের মধ্যেই থাকবে। ২১-২২ জনের যে স্কোয়াড দিব, সেটা আমরা প্রকাশ করব। এখানে দেখবেন আমাদের তিনটা সংস্করণের অনুশীলন হচ্ছে একসাথে। (বাংলা) টাইগার্স অনুশীলন করছে, এদের সঙ্গে এইচপিও কিন্তু অনুশীলন করছে। বেশিরভাগ খেলোয়াড় কোন না কোন কাজে আছে। ওখান থেকেই ৩২ জনকে নিয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post