স্পোর্টস ডেস্কঃ মঙ্গলবার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিল সৌদি আরবের ক্লাব আল নাসের। পর্তুগিজ এই তারকাকে রাজকীয়ভাবে বরণ করে নেয় দলটি। স্টেডিয়ামের টানেল দিয়ে মাঠে ঢোকার ফটকে রোনালদোর জন্য বিশেষ ব্যানার লাগানো হয়।
এরপর রোনালদো সংবাদ সম্মেলন করেন সেখানে। সংবাদ সম্মেলন থেকে তাঁকে ক্লাবের ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। আল নাসেরের সরাসরি সম্প্রচারিত ইউটিউব ভিডিওতে দেখা যায় ক্লাবের জার্সি পরে সতীর্থ ও কোচের সঙ্গে রসিকতা করছেন রোনালদো।
সংবাদ সম্মেলনে এক ‘অনিচ্ছাকৃত ভুল’ করে বসেন রোনালদো। সৌদি আরবকে ‘দক্ষিণ আফ্রিকা’ বানিয়ে দেন তিনি। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, রোনালদো বলছেন; ‘দক্ষিণ আফ্রিকায়’ আসা আমার ক্যারিয়ারের শেষ নয়।
সংবাদ সম্মেলনে সেই মুহূর্তের ভিডিও ক্লিপ দেখলে বোঝাই যায়, এটা অনিচ্ছাকৃত ভুল। কথার স্রোতে সৌদি আরবকে ভুল করে দক্ষিণ আফ্রিকা বলে ফেলেছেন রোনালদো। আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণাঞ্চলের দেশ হলো দক্ষিণ আফ্রিকা। আর সৌদির অবস্থান মধ্যপ্রাচ্যে।
নয়বারের সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসের। সবশেষ ট্রফি জিতেছে তারা ২০১৯ সালে। গত দুই দশক ধরে ইউরোপের ক্লাব ফুটবলের সেরা তারকাদের একজন ছিলেন রোনালদো। সব মিলিয়ে ইউরোপের ৪টি ক্লাবে খেলেছেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং দুটি করে স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আ জিতেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post