স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বে মূহুর্তেই ঝড় ওঠে এক বড় খবরে। আগামী মৌসুমে সৌদি আরবের লিগে খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে। নতুন ক্লাবের সাথে চুক্তি সেরে ফেলেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। এর জন্য বিপুল অর্থও পাবেন তিনি। সংবাদ সংস্থা এএফপি নিশ্চিত করেছে সেই তথ্য।
প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সাথে বর্তমানে সম্পর্কটা ভালো যাচ্ছে না মেসির। ক্লাবটির সাথে বনিবনা না হওয়ায় নতুন করে চুক্তি হচ্ছে না বলেই এক প্রকার নিশ্চিত। যার ফলে জুনে শেষ হতে দুই পক্ষের চুক্তির মেয়াদ। মৌসুম শেষেই ফ্রি হয়ে যাবেন মেসি। আর নতুন মৌসুমে ঠিক কোথায় যোগ দেবেন মেসি, সেই নিয়ে জল্পনা-কল্পনা চলছিল।
এর মাঝেই সপরিবারে সৌদি আরবে যান মেসি। দেশটির পর্যটন দূত হিসেবে আগেই চুক্তি করেছিলেন। সেই পরিচয়েই মেসির সৌদি সফর। তবে গুঞ্জন চাউর হয় সৌদি ক্লাব আল হিলাল চুক্তির প্রস্তাব দিয়েছে মেসিকে। বছরে ৪০ কোটি ইউরো সাথে অন্যান্য সুবিধা পাওয়ার প্রস্তাব মাথায় নিয়েই সৌদি সফরে যান এই বিশ্বকাপজয়ী তারকা।
সেই সফরে শেষে প্যারিসে ফিরেছেন মেসি ইতিমধ্যেই। এর মধ্যেই বের হয় নতুন খবর। মেসি নাকি আগামি মৌসুমে সৌদি লিগে খেলার চুক্তি সেরে ফেলেছেন। চুক্তির সাথে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে এএফপি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই সূত্র এএফপিকে জানিয়েছেন, মেসির চুক্তি হয়ে গেছে। সে সৌদি আরবে আগামী মৌসুমে খেলবে। যদিও সেই সূত্র কোনো ক্লাবে খেলবে, সেই নাম প্রকাশ করেনি।
একইসাথে সূত্রটি জানিয়েছে, এটি বিশেষ ধরনের চুক্তি। বিশাল অঙ্কের। আমরা এখন কাজ গুছিয়ে আনার পথে আছি। সংবাদমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায়, চুক্তি নিয়ে বেশি কিছু বলতে পারছে না সেই সূত্র।
তবে সেই খবর উড়িয়ে দিয়েছেন মেসির বাবা ও তাঁর এজেন্ট হোর্হে মেসি। এটিকে গুজব বলে আখ্যা দিয়েছেন তিনি। একইসাথে জানিয়েছেন, এই মূহুর্তে ক্লাব পরিবর্তন নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা। মৌসুম শেষেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিবেন তারা। গণমাধ্যমের অসেচন কিছু ব্যক্তিকে এজন্য দুষছেন মেসির বাবা।
হোর্হে মেসি বলেন, ‘আগামী মৌসুমের জন্য কোনো ক্লাবের সাথে কোনোরকম চুক্তি হয়নি। পিএসজির হয়ে লিওনেল (মেসি) লিগ শেষ করার আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। মৌসুম শেষ হলে এই ব্যাপারে বিশ্লেষণ করার ও সিদ্ধান্ত নেওয়ার সময় হবে।’
‘সবসময়ই বিভিন্ন ধরনের গুজব থাকে। কিন্তু সত্য কেবল একটিই। আমরা নিশ্চিত করছি, কারো সাথে কোনো চুক্তি হয়নি। মৌখিকভাবে রাজি হওয়া, কোনো স্বাক্ষর করা বা সম্মত হওয়া, এমন কোনো কিছু হয়নি। মৌসুম শেষ না হওয়া পর্যন্ত কিছু হবেও না।’ যোগ করন হোর্হে মেসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post