স্পোর্টস ডেস্ক:: সৌদীর প্রো লিগের একটি ক্লাব ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রকে কিনতে ১০০ কোটি ডলার দিচ্ছিলো। তবে ক্যারিয়ারের উড়ন্ত সময়ে ইউরোপ ছেড়ে সৌদীতে পাড়ি দিতে চাননি ব্রাজিলিয়ান তারকা।
প্রো লিগের ক্লাব আল আহলিকে তাই মলিন মনে ভিনিসিউস জুনিয়রের আশা ছেড়ে দিতে হয়নি। ব্রাজিলের তরুণ তারকা সরাসরি ফিরিয়ে দেন ১০০ কোটি ডলার বিশাল প্রস্তাবটি। এবার আল আহলির প্রধান কর্তা নিজেই জানিয়েছেন এমন বিস্ময়কর প্রস্তাবের সত্যতা।
আল আহলির প্রধান আল–ইসা জানিয়েছেন, আল আহলি ভিনিসিয়ুসের ব্যাপারে আগ্রহী ছিল, তবে কিছু বিষয় নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় লক্ষ্য থেকে সরে আসে তারা।
আগস্টের শুরুর দিকে এমন প্রস্তাব পান ভিনিসিউস জুনিয়র। বিশ্ব রেকর্ড গড়া অর্থের প্রস্তাবের খবর বেরিয়ে আসে গণমাধ্যমেও। এলপর তোলপার শুরু হয়। বিস্ময়কর এই প্রস্তাবের সত্যত্যা নিয়ে বেশ প্রশ্ন ছিলো। আল আহলির শীর্ষ কর্তা সেইসব প্রশ্ন উড়িয়ে দিয়ে জানালেন, সত্যিই তারা ভিনিকে প্রস্তাব দিয়ে ছিলেন।
এক সাক্ষাৎকারে আল আহলি প্রধান আল–ইসা বলেছেন, ‘ইচ্ছা ছিল, বড় মাপের একজন উইঙ্গারকে নিয়ে আসার। আমাদের লক্ষ্য ছিল রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস। তবে দর–কষাকষির সময় অপ্রত্যাশিত কিছু বিষয় ঘটে। সেটা ছিল সৌদি খেলোয়াড়দের স্কলারশিপ প্রোগ্রাম অনুসারে পেশাদার ফুটবল ছেড়ে যাওয়া এবং যার পরিপ্রেক্ষিতে স্ট্রাইকার ফিরাস আল-ব্রাইকানের ক্লাব ছেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এমন পরিস্থিতিতে উইঙ্গারের কাছ থেকে আমাদের অগ্রাধিকার (স্ট্রাইকারে) সরিয়ে আনতে হয় এবং আমাদের ইভান টনি ও ভিক্টর ওসিমেনকে নিয়ে দর–কষাকষি শুরু করতে হয়। শেষ পর্যন্ত টনির আসার মধ্য দিয়ে বিষয়টির নিষ্পত্তি হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/.০০