নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অন্যতম বড় আলোচ্য বিষয় ছিল সৌম্য সরকারের একটি উইকেট নিয়ে সিদ্ধান্ত। যা নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে বেশ আলোচনা।
বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে বিনুরা ফার্নান্দোর একটি ডেলিভারিতে পুল শট খেলতে যান সৌম্য সরকার। তবে ব্যাটে-বলে ভালো সংযোগ ঘটাতে না পারায় এজ হয়ে কট বিহাইন্ড হন সৌম্য। শ্রীলঙ্কান বোলার ও ফিল্ডারদের আবেদনে সাড়া দিয়ে অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল আউট দেন।
কিন্তু রিভিউ নেন সৌম্য। আর সেই রিভিউতে পাল্টে যায় সিদ্ধান্ত। আল্ট্রা এজে দেখা যায় স্পাইক হলেও, সেই সময় ব্যাট-বলের মাঝে কিছুটা গ্যাপ রয়েছে। আর তাই দেখে টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল নট আউটের সিদ্ধান্ত জানান।
তবে তাৎক্ষণিকভাবে এমন সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেনি শ্রীলঙ্কা দল। মাঠেই প্রতিবাদমুখর হন ম্যাথিউস-আসালঙ্কারা। যদিও তাতে কাজ হয়নি খুব একটা। আম্পায়ার নিজের সিদ্ধান্তে অটল থাকেন। আর এতে বেঁচে যান সৌম্য। এই নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা-সমালোচনা।
ম্যাচ শেষে এই নিয়ে কথা বলতে হয়েছে লঙ্কান দলের প্রতিনিধি হয়ে আসা সহকারী কোচ নাভীদ নওয়াজকে। এসময় তিনি জানান, তারা দেখেছেন স্পাইক ছিল এখানে। তবে তাদের জন্য স্পষ্ট হওয়ার মতো ফুটেজ নেই। এর জন্য ম্যাচ রেফারির কাছে যেতে পারেন তারা। আউটের সিদ্ধান্ত পাল্টে ফেলার জন্য টিভি আম্পায়ারের কাছে যথেষ্ট প্রমাণ থাকবে বলেই মনে করেন তিনি।
এই প্রসঙ্গে নাভীদ বলেন, ‘মাঠের আম্পায়ার আউট দিয়েছেন। আমি নিশ্চিত যে, টিভি আম্পায়ারের কাছে সাধারণত আম্পায়ারের সিদ্ধান্ত বাতিল করার জন্য চূড়ান্ত প্রমাণ থাকা দরকার। এটা স্পষ্ট যে একটা স্পাইক ছিল। আমরা এটা বড় পর্দায় দেখেছি।’
‘সেখানে আসলে কী ঘটেছিল তা দেখার জন্য আমাদের ম্যাচ রেফারির কাছে এটি নিয়ে যেতে হতে পারে। আমাদের যে ফুটেজ দেখেছি, সেটা কিছু বলার জন্য যথেষ্ট ছিল না। আমি নিশ্চিত যে টিভি আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ার যা দিয়েছিলেন তা পাল্টে দেওয়ার প্রমাণ থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post