স্পোর্টস ডেস্কঃ চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চরম ব্যর্থ সৌম্য সরকার। ৯ ম্যাচ খেলে মাত্র এক ফিফটি হাঁকিয়েছেন। আর একটি চল্লিশের ওপর ইনিংস আছে। সব মিলিয়ে ব্যর্থদের তালিকায় এই তারকা ব্যাটার। অথচ এই বাঁহাতি ব্যাটারের ব্যাটিং নান্দনিকতায় একটা সময় ডুবে থাকতো সবাই।
স্ট্রোক, ফ্লিক, কাভার ড্রাইভ, পুল শটে এখনও নজর কাড়েন আলাদাভাবে। তবে কিছুতেই বড় রান করতে পারছেন না। জাতীয় দলে বার বার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন সৌম্য। ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছেন না এই বাঁহাতি ব্যাটার। ব্যাটিং পজিশনেও পরিবর্তন এনে লাভ হচ্ছে না। আর এতে দর্শকরা তো হতাশই, এবার হতাশার কথা শুনিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমনও।
সুমন জানিয়েছেন, সৌম্যকে মানসিকভাবে সব ধরনের সহযোগীতাই করা হচ্ছে। কিন্তু নিজের ব্যাটিং নিয়ে, সৌম্যের নিজেকেই ঠিক করতে হবে। অতীত পারফম্যান্সের জন্য সৌম্যকে প্রশংসায় ভাসান বাংলাদেশের সাবেক অধিনায়ক। কিন্তু, সৌম্যের পারফম্যান্স ও ব্যাটিং প্ল্যান নিয়ে হতাশা ব্যক্ত করেন সুমন। যদিও সৌম্যকে এখনও নিজেদের বিবেচনার মধ্যে রেখেছেন বলে জানিয়েছেন।
হাবিবুল বাশার সুমন বলেন, ‘সৌম্যর কাছে প্রত্যাশা অনুযায়ী পাচ্ছি না। কিছু দিন আগেও জাতীয় দলে ছিল। বাংলাদেশের হয়ে তার অনেক ভালো পারফরম্যান্স আছে, ম্যাচ জেতানো কিছু পারফরম্যান্স। এখন প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স পাচ্ছি না। ও এখনও আমাদের চিন্তা-ভাবনার মধ্যে আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে আমাদের পুলটা আরও বড় হয়। ওর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। একটু তো হতাশ তো অবশ্যই।’
সুমন আরও বলেন, ‘সবাই ওর সাথে কথা বলছে। যে মানসিক সমর্থন দরকার, সেটা সবসময় দেওয়া হয়। মাঝে মাঝে ক্রিকেটারদের নিজেদেরকে নিজেই বাঁচাতে হয়। ও কিন্তু অনেক দিন ধরে খেলছে, নতুন ক্রিকেটার না। যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। নিজেকেই ঠিক করতে হবে, কীভাবে খেলতে হবে সেটা নিজেকেই বের করতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post