স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশের চোখ এখন টি-টোয়েন্টি সিরিজে। প্রথম ম্যাচে বুধবার রাতে মাঠে নামবে দু’দল। এর আগে আজ মঙ্গলবার নেপিয়ারে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সৌম্য সরকারকে দীর্ঘদিন আস্থার নজরে রেখেছেন এই লঙ্কান কোচ। গণমাধ্যমের সামনে হাথুরুও এবার প্রশংসায় ভাসালেন সৌম্যকে।
হাথুরু বলেন, ‘আমি না ও নিজেই নিজেকে ফিরিয়েছে। দ্বিতীয় ওয়ানডের আগে এটা সৌম্যর জন্য ছিল ‘হয় মারও না হয় মরো’ এটা প্রমাণ করে সে মানসিকভাবে কতটা শক্তিশালী। সে জানতো পুরো দেশ তার বিপক্ষে ছিল। সে যদি ব্যর্থ্য হতো তাহলে কি হতো সেটা আমরা জানি না। আমরা যে কাজটা ভালো করেছি সেটা হলো আমরা তাকে বিশ্বাস করেছি, তাকে আত্মবিশ্বাস জুগিয়েছি এবং পুরো দল তাকে সমর্থন দিয়েছে। তাতে মনে হয়ে সে ফর্ম ফিরে পেয়েছে।’
হাথুরু আরও বলেন, ‘আমি কিছু করিনি, যা করার সেই করেছে। দ্বিতীয় ওয়ানডের আগে সে মানসিক বাঁধা ভেঙেছে। অনেক মানসিক শক্তি কাজ করেছে। আমার কোনো কৃতিত্ব নেই, সে-ই যা করার করেছে। সে মানসিকভাবে অনেক শক্তিশালী, আমার দেখা পুরো দেশের অন্যতম সেরা। সে জানত এই ম্যাচে ব্যর্থ হলে কী হতে পারে। আমরা শুধু ওর উপর আস্থা রেখেছি। তাকে আত্মবিশ্বাস দিয়েছি। পুরো দলের আস্থা ছিল ওর উপর। আমি মনে করি এ কারণেই ও ফর্ম ফিরে পেয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post