স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত হলো ইংল্যান্ডের। অবশ্য আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের হারে সেটি নিশ্চিত হয়েছে। এর আগে শনিবার রাতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নামিবিয়ার বিপক্ষে বড় জয়ে আশা জিইয়ে রাখে জস বাটলারের দল। এরপর তাদের বাকী কাজটুকু করেছে অজিরা। রোববার সকালে স্কটিশরা জিতলে বাদ পড়ত ইংল্যান্ড। কিন্ত শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে স্কটল্যান্ড। তাতে খাদের কিনারে থাকা বাটলারের দল পেয়েছে সুপার এইটের টিকিট।
সেন্ট লুসিয়ায় রোববার সকালে আগে ব্যাট স্কটল্যান্ড তোলে ১৮০ রান। রান তাড়ায় শুরুতে তেমন গতি না পেলেও ট্রাভিস হেডের ৪৯ বলে ৬৮, মার্কাস স্টয়নিসের ২৯ বলে ৫৯ রানের ইনিংসে ভর করে ২ বল ও ৫ উইকেট বাকি থাকতেই জয় পায় অস্ট্রেলিয়া। এর আগে গতরাতে নামিবিয়াকে বৃষ্টি আইনে হারিয়ে নিজেদের কাজটা সম্পন্ন করে রাখে ইংল্যান্ড। এরপর বাটলার-আর্চারদের নজর ছিল সেন্ট লুসিয়ায়। যেখানে ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ ভোরে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন স্কটিশরা।
দলটির টপ অর্ডার ব্রেন্ডন ম্যাকমুলেন বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম ফিফটি করেছেন ম্যাচটিতে। শেষ পর্যন্ত তাদের সংগ্রহটা হয় চ্যালেঞ্জিং, নির্ধারিত ওভারে স্কটল্যান্ড সংগ্রহ করে ৫ উইকেটে ১৮০ রান। ডানহাতি ম্যাকমুলেন ৩৪ বলে করেছেন ৬০ রান। ২ চারের সঙ্গে হাঁকিয়েছেন ৬ ছক্কা। এছাড়া অধিনায়ক রিচি বেরিংটন ৩১ বলে ৪২ এবং ওপেনার জর্জ মুনসে ২৩ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। তিনজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে স্কটল্যান্ডের রান বড় হয়েছে। ৪৪ রানে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার গ্লেন ম্যাক্সওয়েল। রান তাড়ায় শুরুতে তেমন গতি না পেলেও ট্রাভিস হেডের ৪৯ বলে ৬৮, মার্কাস স্টয়নিসের ২৯ বলে ৫৯ রানের ইনিংসে ভর করে ২ বল ও ৫ উইকেট বাকি থাকতেই জয় পায় অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার জয়ে নেট রানরেটে স্কটল্যান্ডের চেয়ে এগিয়ে থাকায় সপ্তম দল হিসেবে সুপার এইট নিশ্চিত হলো ইংল্যান্ডের। আগামীকাল ভোরে নেপালকে হারালে অষ্টম দল হবে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post