স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেড আগের সাত রাউন্ডে জয়শূন্য থেকে খেলতে নামে ম্যানচেস্টারা ইউনাইটেডের বিপক্ষে। টানা ব্যর্থতায় দুদিন আগে চাকরি হারান কোচ জেসি মার্শ। সব মিলিয়ে লিডস শিবিরে আবহ যে ভীষণ প্রতিকূল, তা বলাই যায়। খারাপ সময়কে পেছনে ফেলার তাড়নায় ম্যান ইউর বিপক্ষে শুরুটা তারা করে অভাবনীয়। বুধবার রাতে ম্যান ইউর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা। দুই গোলে এগিয়ে থেকেও জয় পাওয়া হয় নি দলটির।
মার্শের বিদায়ের পর নতুন কোচ নিয়োগ দেয় নি লিডস। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন মাইকেল স্কুবালা। লিডসের বয়সভিত্তিক দলের এই কোচ গতরাতে ছিলেন ডাগ আউটে। আর বড় দায়িত্ব পাওয়ার শুরুতেই বাজিমাত করলেন তিনি। ম্যান ইউর বিপক্ষে দুই গোলে এগিয়ে যায় তাঁর দল। তবে প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প লিখে এরিক টেন হাগের দল ম্যাচটা ড্র করেছে ২-২ গোলে।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায় লিডস। ১৯ বছর বয়সী উইলফ্রেড জিনন্তো দলকে ওই লিড এনে দেন। ৪৮ মিনিটে রাফায়েল ভারানের আত্মঘাতী গোলে ২-০ গোলে পিছিয়ে পড়ে ম্যান ইউ। ৬২ মিনিটে এক গোল শোধ করে ম্যাচে ফেরে ম্যানইউ। গোল করেন মার্কোস রাশফোর্ড। তাকে গোল করান ডিয়াগো ডালট। আট মিনিট পরে দলকে সমতায় ফেরান জর্দান সানকো।
২১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে লিডস। ২২ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে ম্যান ইউ। ২ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে পেপ গার্দিওলার দল সিটি, এক ম্যাচ কম খেলেছে তারা। ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
আগামী রোববার ফিরতি লেগে আবার মুখোমুখি হবে ম্যান ইউ ও লিডস। এবারের লড়াইটি হবে লিডসের মাঠে। এই ম্যাচেও কোচের দায়িত্বে দেখা যেতে পারে স্কুবালাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post