স্পোর্টস ডেস্ক:: ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলা পাকিস্তান টি-২০ সিরিজে দেখলাে মুদ্রার ওপর পীঠ। তিন ম্যাচের টি-২০ সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলো না সফরকারী পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচে স্টয়নিস ঝড়ে ধবলধোলাই হলো দলটি। ৩-০ ব্যবধানেই টি-২০ সিরিজ নিজেদের করেছে নিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারিয়ে টি-২০ সিরিজ জয়ের স্বপ্ন দেখিলো পাকিস্তান। এর আগে যে কখনো অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ম্যাচ জেতা হয়নি তাদের। এবারো ভাগ্যটা বদলালো না। অজিদের মাটিতে টি-২০ ফরম্যাটে অজিদের হারানো হল না পাকিস্তানের।
আগে ব্যাট করা পাকিস্তান নিয়মিত অধিনয়ক মোহাম্মদ রিজওয়ানকে ছাড়াই মাঠে নেমেছিলো। ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেনি দলটি। মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া স্টয়নিস ঝড়ে মাত্র তিন উইকেট হারিয়ে হোয়াইটওয়াশ নিশ্চিত করে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আজহা। বাবর-হাসিবউল্লাহদের ব্যাটে চড়ে পাকিস্তান ১৮.১ ওভারে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায়। অজি বোলারদের বোলিং তোপে পড়া পাকিস্তানের হয়ে ব্যাট হাতে কিছুটা লড়াই করেন বাবর আজম। ইনিংস সর্বােচ্চ ৪১ রান করেন তিনি ২৮ বলে চারটি চারে। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন হাসিবউল্লাহ খান। ১৯ বলে তিন চারে সাজানো ছিলো তার ইনিংস। ১৬ রান করেন শাহিন শাহ আফ্রিদী। ১০ রান করেন ইরফান খান। এক অঙ্কের কোটা পেরুতে অন্য কেউ।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যারেন হার্ডি তিনটি, জাম্পা ও জনসন দু’টি করে উইকেট লাভ করেন।
১১৮ রানের জবাবে খেলতে নামা অস্ট্রেলিয়া দলীয় ৩০ রানে দুই উইকেট হারানোর পর মাঠে নামা পেস অলরাউন্ডার স্টয়নিসের ঝড়ে মাত্র ১১.২ ওভারে তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। স্টয়নিস দুর্দান্ত এক ইনিংস খেলেন, পাকিস্তানী বোলারদের কোনো সুযোগই দেননি তিনি। খেলেন ৬১ রানের অপরাজিত ইনিংস। পাঁচটি করে পাঁচ ও ছক্কায় সাজান ২৭ বলের ইনিংসটি। ফ্রেজার ম্যার্গা করেন ১৮ রান। ২৭ রান করেন ইংলিস। ৭ রানে অপরাজিত থাকেন টিম ডেভিড।
পাকিস্তানের হয়ে জাহানদাদ, শাহিন শাহ আফ্রিদী ও আব্বাস আফ্রিদী একটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০