স্পোর্টস ডেস্কঃ বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়ছে অস্ট্রেলিয়া ও ভারত। তবে দুই দলের লড়াইয়ে ভারতের ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়েছে অজিদের সামনে। মিচেল স্টার্ক, শন অ্যাবটদের পেসে স্বাগতিকদের ব্যাটিংলাপে ধস নামে। সঙ্গী হয় লজ্জার রেকর্ড।
রোহিত শর্মার একাদশে ফেরার দিনে টস হেরে ব্যাট করতে নেমে ২৬ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয়েছে ভারত। অজিদের বিপক্ষে ঘরের মাঠে এটিই ভারতের সবর্নিম্ন সংগ্রহ এখন। এছাড়া সব মিলিয়ে ঘরের মাঠে চতুর্থ সর্বনিম্ন রানের রেকর্ড।
দলীয় ৩ রানের মাথায় শুভমান গিলের ডাক মেরে শুরু। দ্বিতীয় উইকেটে অধিনায়ক রোহিতের সাথে ২৯ রানের জুটি বিরাট কোহলির। স্টার্কের বলে এই জুটি ভেঙে রোহিত ফিরতেই বিধ্বস্ত হওয়া শুরু। এরপর একে একে বাকিরা কেবল আসা-যাওয়ার মিছিল করতে থাকেন। আর এতেই কোনোমতে দলীয় রান একশ পার করেই অলআউট ভারত।
দলের পক্ষে ৩৫ বলে ৪ বাউন্ডারিতে সর্বোচ্চ ৩১ রান করেন কোহলি। ২৯ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। এর বাইরে বলার মতো রান করতে পারেননি আর কেউই।
অস্ট্রেলিয়ার হয়ে একাই ৫ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। ৮ ওভার বল করে ১ মেইডেনসহ ৫৩ রান খরচ করেন তিনি। ক্যারিয়ারে নবমবারের মতো ওয়ানডেতে ৫ উইকেটের দেখা পান। যা কিনা যৌথভাবে স্বদেশী ব্রেট লি ও পাকিস্তানের শহীদ আফ্রিদির সমান তৃতীয় সর্বোচ্চ। তবে তাদের থেকে অনেক ইনিংস কম খেলেছেন স্টার্ক। মাত্র ১০৯ ইনিংস খেলে এমন কীর্তি গড়েছেন তিনি। স্টার্কের ৫ উইকেট ছাড়াও ৩ উইকেট নিয়েছেন শন অ্যাবট। নাথান এলিস পকেটে পুড়েছেন ২টি উইকেট। যার মধ্যে একটি আবার বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট।
১১৮ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে অস্ট্রেলিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post