স্পোর্টস ডেস্কঃ বেন স্টোকস ও জো রুটের পর আইপিএলের ২০২৪ আসরে দেখা যাবে না জোফরা আর্চারকে। আগামী ১৯ ডিসেম্বর প্রথমবারের মতো ভারতের বাইরে দুবাইয়ে মিনি-নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আসন্ন আইপিএলের জন্য নিবন্ধন করেননি ইংলিশ এই পেসার।
চলতি বছরের শুরুতে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেক হয় রুটের। তবে আসন্ন আসরে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এদিকে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস ওয়ার্কলোড সামলাতে ও ফিটনেস ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেন। গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে এই অলরাউন্ডার খেলেছিলেন।
চোটের কারণে গত বছর আইপিএলে বেশি ম্যাচ খেলতে পারেননি আর্চার। এবার তাকে আর ধরে রাখেনি মুম্বাই ইন্ডিয়ান্স। আসন্ন সংস্করণের নিলামেও নাম দেননি আর্চার। ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নির্দেশেই নাম দেননি তিনি। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই কারণে আর্চারকে আইপিএল না খেলার নির্দেশ দিয়েছে বোর্ড। ২০২৫ সাল পর্যন্ত ইংল্যান্ড বোর্ডের সঙ্গে চুক্তি আছে আর্চারের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post