স্পোর্টস ডেস্কঃ নারীদের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অস্ট্রেলিয়ার সিডনিতে হওয়া ফাইনালে ১-০ গোলে জিতেছে স্প্যানিশরা। এই প্রথম নিজেদের ফুটবল ইতিহাসে নারীদের বিশ্বকাপ জিতল স্পেন। ৭৬ হাজার দর্শকের সামনে ম্যাচের ফল নির্ধারণী একমাত্র গোলটি এসেছে স্পেন অধিনায়ক ওলগা কারমনার পা থেকে।
ফাইনালে গোল করে স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর ওলগা কারমনা শুনলেন বাবার মৃত্যৃর খবর। স্প্যানিশদের বিশ্ব চ্যাম্পিয়ন করানোর উৎসবের মধ্যেই রিয়াল মাদ্রিদের এই তারকা শুনলেন, ম্যাচের আগেই মারা গেছেন তার বাবা। কিন্তু ম্যাচের আগে খবরটি দেয়া হয়নি তাঁকে। বিশ্বকাপ ট্রফি নিয়ে উল্লাস-উচ্ছ্বাস শেষে কারমনা শুনতে পান, তার বাবা মারা গেছেন। শেষবারের মতো মেয়ের উদ্দেশে দেয়া বার্তায় জানিয়ে গিয়েছেন, মেয়ের জন্য গর্বিত তিনি।
কারমনার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পেনের ফুটবল ফেডারেশন, ‘এমন গভীর কষ্টের সময়ে ওলগা কারমনা এবং তার পরিবারের জন্য আমাদের আন্তরিক আলিঙ্গন রইলো। আমরা তোমাকে ভালোবাসি কারমনা, তুমি স্প্যানিশ ফুটবলে ইতিহাসের অংশ।’
স্পেনের একাধিক সংবাদমাধ্যমের খবর, কারমনার বাবা মারা গেছেন গত শুক্রবার। ফাইনালের আগে তাকে খবরটি না জানানোর সিদ্ধান্ত নেন তার পরিবার-পরিজনরা মিলে, যাতে তিনি ভেঙে না পড়েন ও ফাইনালে পুরো মনোযোগ দিতে পারেন। রিয়াল মাদ্রিদের এই ফুল ব্যাক এই বিশ্বকাপে মোট ২ গোল করেছেন।
দীর্ঘদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়ছিলেন কারমনার বাবা। স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে সামাজিক মাধ্যমে বাবাকে উদ্দেশ্য করে আবেগময় অনুভূতি প্রকাশ করেন তিনি। কারমনা লেখেন, ‘আমি জানি, অনন্য এই অর্জনের শক্তি আমাকে দিয়েছো তুমিই। জানি, আজকে রাতে তুমি আমাকে দেখছো এবং আমাকে নিয়ে গর্ব করছো। শান্তিতে ঘুমাও বাবা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post