স্পোর্টস ডেস্কঃ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড। রোববার (১৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় উড়ন্ত স্পেনের বিরুদ্ধে মাঠে নামবে উজ্জীবিত ইংল্যান্ড। ১৯৬৬ বিশ্বকাপ জয়ের পর থেকে যে আর কোনো বড় ট্রফি জিততে পারেনি ইংলিশরা। গতবার ইউরোর ফাইনালে উঠে টাইব্রেকারে ইতালির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এদিকে, ২০২৩ উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতা স্পেন সবশেষ ইউরোর মুকুট পরেছিল ২০১২ সালে। তার দুই বছর আগে পেয়েছিল বিশ্বকাপ জয়ের অপূর্ব স্বাদ। বড় মঞ্চে সুদিন ফিরে পাওয়ার অপেক্ষায় তারাও।
দুই দলের সবশেষ মুখোমুখি লড়াই দেখাচ্ছে, মোড় ঘুরতে সময় নেয় না। প্রায় ছয় বছর আগে ভালেন্সিয়ায় মুখোমুখি হয়েছিল স্পেন ও ইংল্যান্ড। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশরা। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচ জমিয়ে তুলে স্পেন হেরেছিল ৩-২ ব্যবধানে। বার্লিনে পাঁচ গোলের রোমাঞ্চ ছড়াবে কিনা, কে জানে, তবে রোমাঞ্চকর ম্যাচের আশা করতেই পারেন ফুটবলপ্রেমীরা। কেননা এবারের ইউরোতে কঠিন পথ পাড়ি দিয়ে ফাইনালে এসেছে স্প্যানিশরা। শক্তিশালী এক গ্রুপ থেকে ক্রোয়েশিয়া ও ইতালিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্পেন। অন্যদিকে ইংল্যান্ড গ্রুপ পর্বে ছিল বিবর্ণ।
সার্বিয়াকে হারিয়ে শুরুর পর ডেনমার্ক ও স্লোভেনিয়ার বিপক্ষে ড্র করে গ্রুপ পর্ব পেরিয়েছিল ইংলিশরা। নকআউটেও ‘থ্রি লায়ন্স’দের গর্জন শোনা যায়নি সেভাবে। শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার প্রবল চোখ রাঙানি ছিল, কিন্তু স্লোভাকিয়া ম্যাচে যোগ করা সময়ে জুড বেলিংহ্যাম সমতার স্বস্তি এনে দেওয়ার পর হ্যারি কেইনের অতিরিক্ত সময়ের গোলে প্রাণ ফিরে পায় তারা। এরপর কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ঘাম ঝরানো ড্রয়ের পর টাইব্রেকারে জয়, সেমি-ফাইনালে পিছিয়ে পড়ার পর ওলি ওয়াটকিন্সের শেষ দিকের গোলে জেতে ইংল্যান্ড।
এদিকে স্পেন তিনবার ইউরো জিতেছে (১৯৬৪, ২০০৮ ও ২০১২)। জার্মানিও তিনটি ইউরো জিতেছে। আজ জিততে পারলে এককভাবে রেকর্ড চতুর্থ শিরোপার মালিক বনে যাবে তারা। তবে শিরোপা খরায় ভুগলেও সাউথগেটের কোচিংয়ে সম্প্রতি দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে ইংল্যান্ড। ২০১৬ সালে তিনি দায়িত্ব নেওয়ার পর রাশিয়া বিশ্বকাপের সেমি, কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, গত ইউরোর ফাইনাল খেলেছে ইংল্যান্ড। এর মধ্যে লন্ডনের ওয়েম্বলিতে গত ইউরোর ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হেরে হৃদয় ভেঙেছিল তাদের। এবার কি উৎসবে মাততে পারবে তারা!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post