স্পোর্টস ডেস্কঃ নারীদের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর স্পেন ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস পুরস্কার বিতরণী মঞ্চে পদক নিতে আসা স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোকে ঠোটে চুমু দিয়ে ‘ভাইরাল’ হয়েছেন। এ সময় আনন্দে আপ্লুত হয়ে কয়েকজনকে কোলেও তুলে নেন তিনি। স্পেনের সংস্কৃতি অনুযায়ী যা অতি স্বাভাবিক দৃশ্য।
রুবিয়ালেসের বিতর্কিত কাণ্ডে ক্ষোভে ফুঁসছে গোটা স্পেন। তাঁর বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক ব্যবস্থা’ নেওয়ার দাবি তোলেছেন ভুক্তভোগী হারমোসো। এদিকে রুবিয়ালেস পদত্যাগ না করায় ক্ষুব্ধ স্পেনের হয়ে এবারের নারী বিশ্বকাপে খেলা বার্সেলোনার তারকা অ্যালেক্সিস পুতেয়াস। এই তারকার কাছে রুবিয়ালেসের পদত্যাগ না করাটা ‘অগ্রহণযোগ্য’।
পুতেয়াস আজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটা অগ্রহণযোগ্য।’ এদিকে হারমোসোর পাশে দাঁড়িয়েছেন তাঁর অন্য সতীর্থরাও। স্পেন ও বার্সেলোনা নারী দলের মিডফিল্ডার আইতানা বোনমাতি লিখেছেন, ‘কিছু সীমা আছে, যা আপনি অতিক্রম করতে পারেন না। আমরা এটা সহ্য করতে পারি না। সতীর্থ, আমরা তোমার সঙ্গে আছি।’
এদিকে রুবিয়ালেসের বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক ব্যবস্থা’ নেওয়ার দাবি জানান হারমোসো। স্পেনের নারী ফুটবলারদের ইউনিয়ন ‘ফুটপ্রো’কে নিয়ে যৌথ বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমার স্বার্থ রক্ষা করতে এজেন্সি টিএমজের সঙ্গে কাজ করে যাচ্ছে আমার ইউনিয়ন ফুটপ্রো এবং তারা এ বিষয়ে সক্রিয় ভূমিকায় আছে। এ ধরনের আচরণ করে কেউ যেন পার না পায়, সেটি নিশ্চিত করতেই আমরা কাজ করে যাচ্ছি। নারী ফুটবলারদের অগ্রহণযোগ্য আচরণ থেকে রক্ষা করতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যেন নেওয়া হয়, সেটাই আমাদের লক্ষ্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post