স্পোর্টস ডেস্ক:: স্বপ্নের এক রাত ম্যানচেস্টারের জন্য। আড়াই হাজারেরও বেশি কিলোমিটারের দূরত্বে ঘন্টা কয়েক আগে শিরোপা উৎসব হয়েছে। ইস্তাম্বুল থেকে ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে ঘরে ফিরেছে আর্লিং হল্যান্ড-রদ্রিরা। ট্রেবল জয়ে করে ইতিহাদে ফিরেছেন পেপ গার্দিওয়ালা।
ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ হয় ইংলিশ ক্লাবটির। প্রিমিয়ার লিগের শিরোপা, এফএ কাপের শিরোপার পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। দীর্ঘ দিনের অপেক্ষা ফুরিয়েছে ম্যানচেস্টারের সমর্থকদের।
আগের রাতে শিরোপা জয়ের পরদিনই ক্লাবের নিজস্ব বিমানে চড়ে ট্রফি নিয়ে ফেরেন ফুটবলাররা। বিমাবন্দরে কোচ পেপ গার্দিওয়ালা ট্রফি উঁচিয়ে ধরে নেমে আসেন বিমান থেকে। বাইরে তখন অপেক্ষায় হাজার হাজার সমর্থক। বিমানবন্দরের বাইরে থাকা সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন ফুটবলাররা। তবে আনুষ্ঠানিক ভাবে শিরোপা উৎসব এখনো হয়নি। রাজকীয় ভাবেই ঘরে ফেরা দলটি বড় উৎসব করেই উদযাপন করবে ট্রেবল জয়।
ইস্তাম্বুলে নিষ্প্রাণ প্রথমার্ধের পর দুর্দান্ত দ্বিতীয়ার্ধে গার্দিওয়ালার জয়ের নায়ক রদ্রি। স্প্যানিশ মিডফিল্ডারের গোলেই সিটির তিন ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হলো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপ সেরাও হলো সিটি। রদ্রি সুযোগ পেয়েছে সিটিকে শিরোপা জিতেছেন, লুকাকু সুযোগ পেয়ে দলকে শিরোপা বঞ্চিতই করলেন। ৬৮তম মিনিটে মিলানের ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে রদ্রি গোল করেন। অথচ শেষ দিকে লুকাকু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। এদেরসনের পায়ে মারেন হেড। তাতেই স্বপ্নের শিরোপার হাতছাড়া হয়ে যায় মিলানের।
ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ের প্রথমার্ধে হতাশ হন সমর্থকেরা। নিষ্প্রাণ লড়াইয়ে গোলের দেখা পায়নি কেউ। জমছিলো না শ্রেষ্ঠত্বের লড়াই। রদ্রির গোলের পর ফাইনালের মহারণ শেষ মূহুর্তে জমিয়ে তুলে দুই দল। গোল শুন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে রদ্রির দুর্দান্ত এক গোলে সিটি এগিয়ে যাওয়ার পরপরই ইন্টার মিলান আক্রমণের পর আক্রমণ করতে থাকে। তবে গোলরক্ষকের অসাধারণ দূঢ়তায় শেষ পর্যন্ত স্বপ্নের ট্রেবল জয় হয় সিটির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post