স্পোর্টস ডেস্ক:: যুবা টাইগারদের দেখানো পথে যেতে পারল না যুবা টাইগ্রেসরা। ভারতের কাছে হেরেই শিরোর স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে বাংলার মেয়েদের। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশ।
কুয়ালালামপুরে আগে ব্যাট করতে নামা ভারত অনূর্ধ্ব-১৯ নারী দল সাত উইকেটে ১১৭ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৭৬ রানেই গুটিয়ে যায়।
টস হেরে ব্যাট করতে নামা ভারত তৃষার হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে সাত উইকেটে ১১৭ রান তুলে। দলের পক্ষে তৃষা ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন। ৪৭ বলের ইনিংস সাজিয়েছেন পাঁচ চার ও দুই ছক্কায়। ১২ বলে ১৭ রান করেছেন মিথিলা বিনদ। এছাড়াও ১২ রান করেছেন অধিনায়ক নিকি প্রসাদ।
বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসিমন চারটি ও নিশিতা আক্তার দু’টি করে উইকেট লাভ করেন।
১১৮ রানের টার্গেটে খেলতে নামা বাংলাদেশ ভারতের বোলিং তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ১৮.৩ ওভারে ৭৬ রানেই গুটিয়ে যায় যুবা টাইগ্রেসরা। ব্যাট হাতে কিছুটা লড়াই করেন জুরাইয়া ফেরদৌস ও ফাহমিদা। এছাড়া এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার্ দুই চারে ২৪ বলে ১৮ রান করেন ফাহমিদা। তিন চারে ৩০ বলে ২২ রান করেন জুরাইয়া ফেরদৌস।
ভারতের হয়ে আয়ুষি শুকলা তিনটি উ্ইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০