স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ১৯৬ রান করেন নাজমুল হোসেন শান্ত। সঙ্গে বল হাতে এক উইকেটও শিকার করেন অফস্পিনে। তাতে সিরিজ শেষে সেরার পুরস্কার উঠল তাঁর হাতেই। চেমসফোর্ডে গতকালের ম্যাচে ব্যাট হাতে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন শান্ত।
এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ১১৭ রানের ঝলমলে ইনিংস আসে শান্তর ব্যাট থেকে। বাঁহাতি এই ব্যাটার বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ওয়ানডেতে হাফ-সেঞ্চুরি ছুঁই ছুঁই ৪৪ রানের ইনিংস খেলেছিলেন। সিরিজে ১৯৬ রান শান্ত করেছেন তিন নম্বরে খেলতে নেমে। আর একমাত্র উইকেটটি পেয়েছেন গতকাল।
ডানহাতি স্পিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া উইকেট নিয়ে স্পিন কোচ রঙনা হেরাথ ও সতীর্থ মেহেদি হাসান মিরাজকে কৃতিত্ব দিলেন শান্ত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি স্রেফ নিজের প্রক্রিয়া অনুসরণ করেছি। গত কয়েক দিনে রঙ্গনা হেরাথের সঙ্গে অনেক অনুশীলন করেছি। আমার স্পিন বোলিং কোচকে তাই ধন্যবাদ। আমি খুবই খুশি।’
শান্ত জানালেন, সবসময় মিরাজকে অনুসরণের চেষ্টা করেন তিনি, ‘বোলিংয়ে যাওয়ার আগেই অধিনায়ক আমাকে বলে রেখেছিলেন যে, আমার বোলিং করা লাগতে পারে। এটা ছিল প্রাথমিক পরিকল্পনা। তবে মিরাজ আমাকে অনেক সহায়তা করেছে বোলিংয়ের সময়। উইকেটে স্পিনারদের জন্য কিছুটা সহায়তা ছিল। আমি সেই পরামর্শ অনুসরণ করেছি। সত্যি বলতে, আমি তার অ্যাকশন অনুসরণ করি। চেষ্টা করে যাচ্ছি। বলছি না যে, পুরোপুরি অনুসরণ করতে পারি। তবে চেষ্টা করছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post