স্পোর্টস ডেস্কঃ দুর্দান্ত ব্যাটিং করতে থাকা অস্ট্রেলিয়াকে অবশেষে অলআউট করতে পারলো ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে অজিরা অলআউট হয়েছে ৪৬৯ রানের পাহাড় গড়ে। ট্রেভিস হেড ও স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে এই রান স্কোরবোর্ডে জমা করে দলটি।
আগের দিনের করা ৩ উইকেটে ৩২৭ রান নিয়ে এদিন ফের নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে অজিরা। দ্য ওভালে ৩৬.৩ ওভার ব্যাট করতে পারে দ্বিতীয় দিন। স্কোরবোর্ডে ১৪২ রান যোগ করার পরই গুঁটিয়ে যায় দলটির ইনিংস। এদিন সকালের শুরুতেই সেঞ্চুরি পূরণ করে নেন স্মিথ। আগের দিন ৯৫ রানে অপরাজিত ছিলেন। অপরদিকে ব্যক্তিগত ১৪৬ রানে অপরাজিত থাকা হেডও দেড়শ পূরণ করে নেন।
তৃতীয় স্মিথ-হেডের অনবদ্য জুটি ভাঙে দলীয় ৩৬১ রানে। ২৮৫ রানের জুটি ভেঙে প্যাভিলিয়নে ফিরে যান হেডের বিদায়ে। ১৭৪ বলে ২৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হন হেড। স্মিথ খেলেন ১২১ রানের ইনিংস। তার ২৬৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১৯ বাউন্ডারির মারে।
প্রথম ইনিংসে খুব একটা সুবিধা করতে পারেননি ক্যামেরন গ্রিন। তবে ৪৮ রানের ইনিংসে দলের রান সাড়ে চারশ পার করাতে সাহায্য করেছেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। লোয়ার অর্ডার তেমন কোনো অবদান রাখতে না পারায় শেষ পর্যন্ত ১২১.৩ ওভারে ৪৬৯ রানে অলআউট হয় অজিরা।
ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ শিকার করেন ৪ উইকেট। ২টি করে উইকেট লাভ করেন মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর।
অস্ট্রেলিয়ার করা ৪৬৯ রানের জবাবে এখন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে ভারত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post