স্পোর্টস ডেস্কঃ শুক্রবার প্রিমিয়ার লিগ হকিতে হয়ে গেছে তুমুল কাণ্ড। দুই ঐতিহ্যবাহী দল আবাহনী ও মোহামেডানের খেলা পণ্ড হয়ে যায় মারামারিতে। ম্যাচে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকেও হার দেখতে হয়েছে মোহামেডানকে। দুই দলের মারামারির পর রেফারির লাল কার্ড সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় মোহামেডান। রেফারির সিদ্ধান্ত মেনে খেলতে না নামায়, শেষ পর্যন্ত আবাহনীকে ৫-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়।
এই ম্যাচ জিতলেই এবারের প্রিমিয়ার লিগ হকিতে চ্যাম্পিয়ন হতো মোহেমডান। তবে সেটি আর হচ্ছে না। এখন আবাহনী জয়ী হওয়ায় তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ২৭। একই পয়েন্ট মেরিনার্স ক্লাবেরও। দুই দলের সমান পয়েন্ট হওয়ায় শিরোপা নির্ধারণের জন্য প্লে-অফের প্রয়োজন ছিল। সেই প্লে-অফ নির্ধারিত হয়েছিল ২২ এপ্রিল রোববার। বিকাল ৪টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই ম্যাচ খেলতে দুই দলকে চিঠি দিয়েছিল লিগ কমিটি।
তবে সেই চিঠি পেলেও খেলতে রাজি না দুই ক্লাবই। নতুন বাগড়া এখন লিগে। দুই দলই না খেলার চিঠি দিয়েছে লিগ কমিটিকে। দুই দলই জানাচ্ছে, তাদের কিছু খেলোয়াড় বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য। সেই সব সদস্যরা বিমানবাহিনীর হয়ে টুর্নামেন্ট খেলতে ভারতে যাচ্ছে। যেখানে আবাহনীর দুই গোলরক্ষকসহ মোট ৪ জন আর মেরিনার্সের ২ জন খেলোয়াড় যাচ্ছেন ভারতে। একইসাথে মেরিনার্সের বিদেশী খেলোয়াড়রাও চলে যাচ্ছেন। তাই ম্যাচটি তারা রোববার খেলতে পারবেন না।
নতুন কোনো সময়ে পরবর্তীতে প্লে-অফের ম্যাচ খেলতে চায় দুই দলই। বিমানবাহিনীর টুর্নামেন্ট শেষ হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। তার উপর বিদেশি খেলোয়াড়রা তখন আবার আসবেন কি-না, সেটিও দেখতে হবে। সব মিলিয়ে তাই আপাতত শঙ্কাতেই আছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন নির্ধারণী প্লে-অফ ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post