স্পোর্টস ডেস্ক:: সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ পবিত্র হজ পালনে সৌদী আরব গেছেন। বৃহস্পতিবার তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
মাহমুদউল্লার স্ত্রী জান্নাতুল কেফায়েত মিষ্টি তার হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে লিখেন, ‘আসসালামুয়ালাইকুম। আমার স্বামী হজ পালনের জন্য দেশ ছেড়েছেন, মাশাআল্লাহ! আলহামদুলিল্লাহ! আল্লাহ তার হজ কবুল করুন এবং তার গুনাহ মাফ করুন। আমিন। অনুগ্রহ করে তাকে আপনার আন্তরিক প্রার্থনায় রাখবেন।’
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের ক্যাম্প চলছে টাইগারদের। তবে দলে না থাকায় মাহমুদউল্লাহ ক্যাম্পে নেই। যদিও হজে যাওয়ার জন্য বিসিবি থেকে তিনি আগেই ছুটি নিয়ে ছিলেন। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে রিয়াদের থানা না থাকা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে।
সমর্থকেরা চাইছেন রিয়াদ যেনো বিশ্বকাপ দলে থাকেন। তবে বাংলাদেশ দলের বেশ কয়েকটি সিরিজে তিনি খেলেননি। তাই ধরে নেওয়া হচ্ছে বিশ্বকাপ বিবেচনায় নেই তিনি। এনিয়ে বেশ ক্ষুব্ধ তার সমর্থকেরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post