স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ এবং ভারত নারী দলের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে অশোভন আচরণ করেছেন হরমনপ্রীত কৌর। ভারতের অধিনায়ক অক্রিকেটীয় আচরণ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ম্যাচের মাঝে আম্পায়ারের আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ব্যাট দিয়ে সজোরে স্টাম্পে আঘাত করেন হরমনপ্রীত। যা ক্রিকেটীয় আইনের পরিপন্থী। শুধুমাত্র সেটি করেই ক্ষান্ত হননি। পরবর্তীতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সরাসরি আম্পায়ারদের দায়ী করে অভিযোগ করেন। ভবিষ্যতে বাংলাদেশে আসার আগে আম্পায়ারিং সম্পর্কে জেনে, প্রস্তুতি নিয়ে আসবেন। যেটিও কিনা সাধারণত দেখা যায় না।
অভিযোগ তুলেন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কেন ভারতীয় হাইকমিশনার নেই। যা সবাইকে হতবাক করেছে। এর বাইরে ট্রফি নিয়ে ছবি তুলার সময় হরমনপ্রীত কটাক্ষ করে আম্পায়ারদেরকেও ডেকে এনে ফটোসেশনে অংশ নিতে বলেন। এসব বিষয় নিয়ে তাই তুমুল সমালোচনা হয়।
এর জন্য আইসিসির পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে হরমপ্রীতকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণত এমন নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিজেদের খেলোয়াড়দের বাঁচাতে আইসিসিতে আপিল করে বিসিসিআই। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এটি করছে না। উল্টো নিজেরা বিব্রত অবস্থায় পড়ে হরমনপ্রীতের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা।
জিজ্ঞাসাবাদ করা হবে হরমনপ্রীতকে। বিষয়টি নিশ্চিত করে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে হরমনপ্রীতের বাজে আচরণের বিষয়ে তাকে সভাপতি রজার বিনি ও লক্ষ্মণ জিজ্ঞাসাবাদ করবেন।’
যে কাণ্ড ঘটিয়েছেন হরমনপ্রীত, তার জন্য ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসাথে ৪টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এর মধ্যে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে মাঠের ঘটনার জন্য। পরবর্তীতে মাঠের বাইরের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও ফটোসেশনে মন্তব্যের কারণে আরও ২৫ শতাংশ জরিমানা এবং আরও ১টি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।
আইসিসির আচরণবিধি অনুযায়ী এক বছরের মধ্যে কোনো খেলোয়াড় ৪ ডিমেরিট পয়েন্ট পেলে দুই নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হয়। এতে করে পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন অভিযুক্ত খেলোয়াড়। ভারত নারী দলের সামনে পরবর্তী আন্তর্জাতিক খেলা এশিয়ান গেমস। আর সেখানে দুই ম্যাচে খেলতে পারবেন না হরমনপ্রীত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post