স্পোর্টস ডেস্কঃ অবশেষে সব অপেক্ষা ফুরালো। আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামির সাথে চুক্তি সারলেন লিওনেল মেসি। পূর্ব ঘোষণা অনুযায়ী ক্লাবটির সাথে দুই বছরের চুক্তি করলেন আর্জেন্টাইন সুপারস্টার। এখন অফিসিয়ালি মেসি হলেন ইন্টার মায়ামির খেলোয়াড়।
শনিবার রাতে মেসিকে নিজেদের খেলোয়াড় দাবি করে এক ভিডিওর মাধ্যমে তাকে দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় ইন্টার মায়ামি। সব ঠিক থাকলে ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন ফুটবলের অসংখ্য রেকর্ডের মালিক মেসি। গত রাতে তাঁকে মায়ামির সমর্থকদের সামনে আনা হয়। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসি যখন ঢুকলেন, বিপুল হর্ষধ্বনি আর করতালিতে তাঁকে স্বাগত জানান ফ্লোরিডার ক্লাবটির সমর্থকেরা।
এদিকে ক্লাবের অন্যতম মালিক সাবেক কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম বিষয়টিকে ‘স্বপ্ন সত্যি’ হওয়ার মতো আখ্যা দিয়েছেন। এই প্রসঙ্গ বেকহ্যাম বলেন, ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো। ১০ বছর আগে আমি যখন নতুন একটি দল গড়ার পথে যাত্রা শুরু করেছিলাম, তখন বলেছিলাম যে সব গ্রেট খেলোয়াড়দের চমৎকার এই শহরে নিয়ে আসার স্বপ্ন দেখি আমি।’
মায়ামিতে যোগ দেওয়ার আগে প্যারিস সেইন্ট জার্মেইনে দুই বছর খেলেছেন মেসি। সেখানে চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকলেও, সেটি করেননি রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। সুযোগ ছিল বিপুল অর্থের চুক্তি করে সৌদি আরবের দল আল হিলালে যাওয়ার, তবে সেটিও করেননি। ফেরেননি নিজের পুরোনো ক্লাব বার্সেলোনায়ও।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিকেই গন্তব্য হিসেবে বেঁছে নিয়েছেন। সাম্প্রতিক সময়ে একটি কথায়ই বার বার মেসি বলেছেন, কাতারে ২০২২ ফুটবল বিশ্বকাপ জেতার মধ্য দিয়ে তাঁর ক্যারিয়ারের সব অপ্রাপ্তি ঘুচে গেছে। যার ফলে অনেকটা ধারণা করা হচ্ছে ৩৬ বছরের মেসি বাকি সময়টুকু ফুটবলকে উপভোগ করতে চান বলেই ইউরোপিয়ান ফুটবলে প্রায় দুই দশকের পথচলা থামিয়ে দিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post