স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনে পাকিস্তান শর্ত দিয়েছে দু’টি, এমন খবর গণমাধ্যমে এসেছে। যদিও এখনো আনুষ্ঠানিক ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। পাকিস্তানের শর্ত আদৌ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বা ভারতীয় বোর্ড বিসিসিআই মানবে কিনা বলা যাচ্ছে না।
তবে এরই মধ্যে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার দিলেন নতুন তথ্য। হাইব্রিড মডেল চ্যাম্পিয়ন্স ট্রফির চুক্তি নাকি আগেই সই হয়ে গেছে। গেল ৩০ নভেম্বর পাকিস্তান অবজার্ভার এর খবরে বলা হয়েছিল, দুটি শর্ত পূরণ হলেই হাইব্রিড মডেলে খেলা আয়োজন করবে পিসিবি। প্রথমটি হলো- পিসিবিতে আইসিসির প্রদেয় রাজস্বের হার বাড়াতে হবে। দ্বিতীয়- ভারত যদি এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না আসে, তাহলে ২০৩১ সাল পর্যন্ত আইসিসি ইভেন্টগুলোতে অংশ নিতে ভারতে যাবে না পাকিস্তান।
তবে এসব খবরের মাঝেই এবার শোয়েব জানালেন, চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলের সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছে তিন পক্ষ। তিনি জানালেন, হাইব্রিড মডেল চুক্তি আগেই সই হয়ে গেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে শোয়েব আখতার বলেন, ‘হাইব্রিড মডেল চুক্তি আরও আগেই সই হয়ে গেছে।’ ভিডিওতে শোয়ে দাবি করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি একক আয়োজনের দাবি পাকিস্তানের যৌক্তিক।। ভারত যদি সেটি না করে, তাহলে তাদের উচিত উচ্চ হারে পিসিবিকে রাজস্ব ভাগ দেওয়া।
শোয়েব বলেন, ‘আপনি আয়োজকস্বত্ব ও রাজস্বের জন্য অর্থ পাচ্ছেন। এটি ঠিক আছে- আমরা সবাই এটি বুঝতে পারি। পাকিস্তানের অবস্থানও যুক্তিসঙ্গত। তাদের একটি শক্তিশালী অবস্থান বজায় রাখা উচিত ছিল, কেন উচিত হবে না? একবার যদি আমরা আমাদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে সক্ষম হই এবং তারা (ভারত) আসতে ইচ্ছুক না হয়, তাদের উচিত আমাদেরকে উচ্চ হারে রাজস্বের ভাগ দেওয়া। এটাই ভালো সিদ্ধান্ত।’
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বর্তমান রাজস্ব কাঠামো অনুসারে ৩৭ শতাংশেরও বেশি রাজস্ব পায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অন্যদিকে পাকিস্তানের জন্য বরাদ্দ মাত্র ৫ শতাংশের কিছু বেশি। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে পাকিস্তান দাবি করেছে তাদের বরাদ্ধ বাড়াতে হবে আইসিসিকে। তারাও যাবে না ভারতে। ফলে ভারতকে আগামিতে বৈশ্বিক আসরগুলো হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে। তবে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে।
এসএনপিস্পোর্টটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০