স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন থেকে রান খরায় থাকা লিটন দাস বন্দনায় মেতেছেন বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। সবশেষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থ হওয়া এই উইকেটকিপার ব্যাটার নিয়েই বিশ্বকাপে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে আগামী ২১ মে থেকে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে টাইগাররা। এই সিরিজের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে নাজমুল হোসেন শান্তর দল।
হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শুরুর আগে আরেকবার লিটনের প্রশংসায় মেতেছেন হাথুরু। বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, লিটন এখনও বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার। হাথুরু বলেন, ‘লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার। এই বিশ্বকাপে তার কাছ থেকে আমি বড় কিছু প্রত্যাশা করি তার ব্যাটিং দিয়ে। খুবই প্রতিভাবান সহজাত অ্যাথলেট। সে অন্যতম সেরা ফিল্ডারও। যেকোনো পজিশনে ফিল্ডিং করতে পারে। সে স্লিপে, আউটফিল্ডে যেকোনো জায়গায় পারে। খুবই শান্ত থাকে, খেলাটা খুব ভালো বুঝে। দলকে টেকটিক্যালিও সহযোগিতা করে।’
এদিকে শুধু লিটন নয়, অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও নিয়েও আশার বাণী শোনালেন হাথুরু। লিটনের মতো সেরা ফর্মে নেই শান্তও। তবে বাংলাদেশ কোচের বিশ্বাস শান্ত সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছেন। হাথুরু বলেন, ‘শান্ত আমাদের নেতা। খুব ভালো নেতা, সামনে থেকে নেতৃত্ব দিতে জানে। ড্রেসিংরুমে থাকলে সে ছেলেদের সঙ্গে মেশে, মাঠে নেমে খুবই প্রতিদ্বন্দিতাপূর্ণ। আমার মনে হয় তার হাতে এবার বিশ্বকাপে বড় দায়িত্ব প্রথমবার অধিনায়ক হিসেবে। আমি নিশ্চিত সে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post