নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় দলের সাথে আর কাজ করবেন না জেমি সিডন্স। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল উড়াল দিয়েছে ইংল্যান্ডের উদ্দেশ্যে। তবে দলের সাথে ইংল্যান্ড সফরে যাননি তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হিসেবে এক বছর আগে নিয়োগ পাওয়া সিডন্স কাজ করবেন এখন বাংলাদেশ টাইগার্স ও বাংলাদেশ ‘এ’ দলে। সেখানে তরুণ ক্রিকেটারদের কাজ করতে চান। তাদের আগামীর তারকা হওয়ার পথ মসৃণ করতে চান। বিশেষ করে জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের পাবেন সেখানে।
প্রশ্ন জেগেছে, জাতীয় দলের ব্যাটিং তাহলে সামলাবেন কে? সেই উত্তরও আছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজেই একজন ব্যাটিং কোচ। ব্যাটিং নিয়েই মূল কাজ করে থাকেন তিনি। তাই সমস্যা থাকার কথা নয়।
বিসিবির প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, হাথুরুই এই বিষয়ে দক্ষ। আলাদা করে কাউকে প্রয়োজন নেই। সব বিভাগেই এক জন করে থাকলে হবে, এক জায়গায় এত লোকের প্রয়োজন নেই।
সুজন বলেন, ‘হাথুরু নিজেই ব্যাটিং পরামর্শক। এতো লোকের দরকার কী আসলে! হাথুরুর কাজটা কী হবে আসলে? আমাদের বোলিং কোচ আছে অ্যালান ডোনাল্ড, ফিল্ডিং কোচ আছে, আমাদের স্পিন বোলিং পরামর্শক আছে। তাহলে হাথুরুর কাজটা কী আসলে! প্রধান কোচ, সঙ্গে ব্যাটিং কোচ নিশ্চিতভাবে। অবশ্যই ও ব্যাটিংয়ে বিশেষজ্ঞ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post