স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের জার্সিতে লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী দেখার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়েছে ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশন (এফএ)। বাংলাদেশী বংশোদ্ভুত এই ফুটবলারকে পেতে বাফুফে একধাপ এগিয়ে গেলো।
হামজা চৌধুরী ইংল্যান্ডের নাগরিক। তার বাবা বাংলাদেশী। ইংল্যান্ডের বয়স ভিত্তিক জাতীয় দলে খেলেছেন এই ফুটবলার। খেলছেন দেশটির ঘরোয়া ফুটবলেও। লেস্টার সিটির জার্সিতেও নজড় কেড়েছেন তিনি। তকে বাংলাদেশের জার্সিতে চেয়ে ছিলেন সমর্থকেরা। বাফুফে তাই উদ্যোগ নেয় হামজাকে নাগরিকত্ব দেওয়ার।
সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজা চৌধুরীর জন্য বাংলাদেশের ন্যাশনাল আইডি, পাসপোর্ট তৈরি পর অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে। এফএ আনুষ্টানিক ভাবে সেই অনুমতি দিয়েছে। তারা জানিয়েছে, হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেললে এবং তার কাগজপত্র তৈরিতে এফএ’র কোনো আপত্তি নেই।
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিকদের কাছে। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনও হামজা চৌধুরী ব্যাপারে বেশ ইতিবাচক ছিলেন তিনি। তবে তার সন্দেহ ছিলো হামজা বাংলাদেশের জার্সিতে খেলতে রাজি হবেন কিনা।
ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের অনুমিত পেয়ে যাওয়া বাফুফেকে এখন পরবর্তী ধাপের জন্য এগুতে হবে। এর জন্য বাফুফে এরই মধ্যে ফিফার কাছে চিঠি লিখেছে। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন মিললেই হামজা চৌধুরী বাংলাদেশের নাগরিকত্ব নেবেন এবং লাল সবুজের জার্সিতে মাঠে নামবেন।
ফিফার অনুমতি পেয়ে গেলে এবছরই হামজা চৌধুরীর খেলার সম্ভাবনা তৈরি হবে। কেননা নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের ম্যাচ আছে। আগামি ১১ নভেম্বর থেকে ১৯ নভেম্বর যে উইন্ডো আছে তাতে হামজা চৌধুরীকে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে খেলাতে চায় বাফুফে।
ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সাংবাদিকদের জানিয়েছেন, বাফুফে আশা করছে ফিফা দ্রুতই অনুমিত দেবে এবং প্রয়োজনী কাগজপত্র তৈরি করে এবছরের নভেম্বরেই হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে মাঠে নামানো যাবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০