স্পোর্টস ডেস্ক:: টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ। এই সফরে ভারতের একটি ধর্মীয় সংগঠন বাংলাদেশ দলের ম্যাচ চলাকালে হামলার হুমকি দিয়েছে।
কানপুরে দ্বিতীয় টেস্টে হামলার হুমকি দিয়ে ছিলো অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ভারতীয় ধর্মীয় সংগঠন। তাদের দাবি ছিলো বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে। এ কারণে বাংলাদেশের ভারত সফর নিয়ে বিপাকে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
এর আগে টি-২০ ম্যাচের ভেন্যুতে হামলার হুমকি এসেছিলো। এমন হুমকি আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমদ কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহ’র সাথে।
বিসিসিআই কর্তা বিসিবি বসকে আশ্বস্ত করছেন, বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। ভারত নিরাপত্তায় কোনো ঘাটতি রাখবে না। বিসিবি সভাপতি ফারুক আহমদ সাংবাদিকদের জানিয়েছেন এই তথ্য।
আজ বিসিবিতে ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান ফারুক আহমেদ। তিনি বলেছেন, ‘আমার জয় শাহর সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের সব ধরনের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০