স্পোর্টস ডেস্ক:: টেস্ট চ্যাম্পিয়নশিপে হারের পর নতুন দাবি করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়মই পাল্টে দিতে চান তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। এক ম্যাচেই হবে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।
অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরেছে ভারত। বড় ব্যবধানে হারের পরপরই ভারতের অধিনায়ক দাবি তুললেন, এক ম্যাচের নয়, ফাইনাল যেনো হয় তিন ম্যাচের সিরিজের। হারের কারণ হিসেবে আইপিএলকেও দায়ী করেছেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ দিনে এসে ভারত হেরেছে ২০৯ রানে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৬৯ রানের জবাবে ভারত নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয়েছিলো ২৯৬ রানে। বড় ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া ২৭০ রানে ইনিংস ডিক্লেয়ার করে। ৪৪৪ রানের বড় টার্গেটে খেলতে নামা ভারত ২৩৪ রানে গুটিয়ে গেলে বড় জয়ে টেস্ট চ্যাম্পিয়নের খেতাব জিতে অজিরা।
মাত্র এক ম্যাচেই চ্যাম্পিয়ন নির্ধারণ সঠিক পন্থা নয় মন্তব্য করে ম্যাচ শেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘গত দু’বছর ধরে অনেক পরিশ্রম করে আমরা ফাইনালে উঠেছিলাম। কিন্তু মাত্র একটা ম্যাচেই খেতাবের ফয়সালা হয়ে গেল। আমি চাইব, ফাইনাল অন্তত তিন ম্যাচের হোক। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ফাইনাল তিন ম্যাচের করা হলে, সেটাই চ্যাম্পিয়ন নির্ধারণের ক্ষেত্রে একেবারে সঠিক হবে।’
ভারতের অধিনায়ক একই সঙ্গে ভেন্যু পরিবর্তনেরও পক্ষে। শুধু ইংল্যান্ডে নয়, ফাইনালের ভেন্যু যে কোনো দেশে করার পক্ষে মত দিয়ে রোহিত শর্মা বলেন, ‘জুন মাসেই শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হবে। এর কোনো মানেই নেই। আর এটি শুধুমাত্র ইংল্যান্ডে নয়, বিশ্বের যেকোনো জায়গায় খেলা যেতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post