স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগার চলতি আসরে প্রথম মাদ্রির ডার্বিতে নিজেদের সবটা উজাড় করে দিলেও সফল হয়নি রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রীতিমত বিধ্বস্ত হয়েছে রিয়াল। আলভারো মোরাতার জোড়া গোলে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে রিয়াল।
মাদ্রিদ ডার্বি হারের দায় নিজের কাঁধে নিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সব দায় আমার। আমরা কারো দিকে আঙুল তুলতে রাজী নই এবং মদ্রিচকে নির্দেশ করা খুব বেশি হয়ে যাবে। সেও তার অন্য সতীর্থদের মতো ভালো খেলতে পারেনি। আজ ভিনি খেলতে পারেনি। রদ্রিগো চেষ্টা করেছিল, কিন্তু ছোট স্পেসে এটা সবার জন্য কঠিন।’
আনচেলত্তি আরও বলেন, ‘লিগে সাতটি খেলার মধ্যে আমরা ছয়টিতে জিতেছি এবং গোল করেছি। অ্যাতলেতিকো খুব ভাল ডিফেন্স করেছে, তারা এগিয়ে যাওয়ার পর তাদের ইচ্ছামতো খেলা খেলেছে। আমরা মানসম্মত ও ফিল্টারিং পাস দিয়ে চেষ্টা করেছি, কিন্তু শুরুর দুটি গোল পার্থক্য তৈরি করে দিয়েছে,’
Discussion about this post