স্পোর্টস ডেস্ক:: তিন বছর পর লা লিগার শিরোপা জেতা বার্সেলোনা হার দিয়ে শেষ করলো মৌসুম। লিগের শেষ ম্যাচে সেল্তা ভিগোর কাছে হেরেছে। আনসু ফাতি গোল করলেও দলের হার এড়াতে পারেননি।
প্রথমার্ধের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের আরেক গোলে সেল্তা ভিগো ২-১ গোলে হারিয়েছে বার্সাকে। জাভির দল দুই অর্ধে দুই গোল হজম করে শেষ দিকে একটি গোল শোধ দিয়েছে। তবে ম্যাচে আর ফিরতে পারেনি।
লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিলো বার্সেলোনা ও সেল্তা ভিগো। শিরোপা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় এই হার খুব একটা গুরুত্বপূর্ণ নয় জাভির দল। তবুও হার দিয়েই লা লিগার মৌসুম শেষ করতে হলো দলটিকে।
চ্যাম্পিয়নরা গাব্রি ভেইগার কাছেই হেরেছে। দুই অর্ধে দুই গোল দিয়ে সেল্তা ভিগোর জয়ের নায়ক তিনিই। ম্যাচের প্রথমার্ধেই ভেইগার গোলে লিড নেয় ভিগো। ম্যাচের ৪২তম মিনিটে তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় দল। পিছিয়ে পড়া বার্সেলোনা প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলো ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠে গাব্রি ভেইগার দল। দ্রুত ফলও পায় দলটি। ম্যাচের ৬৫তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই স্ট্রাইকার। তাতেই সেল্তা ভিগো এগিয়ে যায় ২-০ ব্যবধানে
পূর্ণ শক্তি নিয়ে নামা বার্সেলোনা যেনো পথ হারাচ্ছিলো। লড়াই করেও ম্যাচে ফিরতে পারছিলো না। ম্যাচের প্রায় শেষ দিকে আনসু ফাতির গোলে কিছুটা প্রাণ ফিরে পায় দলটি। ৭৯তম মিনিটে ব্যবধান কমান এই তারকা। ২-১ গোলে থাকা ম্যাচে বার্সা আর সমতা ফেরাতে পারেনি। হার নিয়েই মৌসুম শেষ করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post