স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল ভারত। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা থাকলেও প্রথম ম্যাচে পারিবারিক কারণে খেলবেন না তিনি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন হার্দিক পান্ডিয়া। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
চোট কাটিয়ে ফেরা হয়নি জাসপ্রিত বুমরাহর। লম্বা সময় ধরে চোটের কারণে দলের বাইরে রয়েছেন তিনি। দলে ফেরানো হয়েছে শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং লোকেশ রাহুলকে। তবে নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন শাহবাজ আহমেদ ও রজদ পাতিদার।
ভারতের ওয়ানডে দল: রোহিম শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ইশান কিষাণ, হার্ডিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট।
Discussion about this post