স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে মালদ্বীপের বিপক্ষে প্রথম লেগ ড্র করল বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে গোল হজম করা লাল সবুজের প্রতিনিধিদের যখন হার চোখ রাঙ্গানি দিচ্ছিল তখন ত্রাতা হয়ে আসেন সাদউদ্দিন। খানিক আগে বদলি নেমে ম্যাচের অন্তিম মূহুর্তে গোল করেন এই ফুটবলার। তাতে মালদ্বীপের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরছে হাবিয়ের কাবরেরার দল।
ম্যাচ শেষে হার এড়ানোর আনন্দ ঝরল বাংলাদেশের ফরোয়ার্ড রাকিব হোসেনের কণ্ঠে। তিনি বলেন, ‘ড্র করে খুবই ভালো লাগছে, কেননা, মালদ্বীপ নিজেদের মাঠে খুবই শক্তিশালী দল। যখনই আমরা এখানে আসি, ওরা ভালো আক্রমণভাগ নিয়ে আমাদের বিপক্ষে খেলে। আজও ওরা অনেক সুযোগ পেয়েছে, আমরাও পেয়েছি। ম্যাচটা আসলে ফিফটি-ফিফটি ছিল। দুই দলই ভালো খেলেছে। অন্ততপক্ষে আমরা শেষ সময়ে এক গোল শোধ দিতে পেরেছি। ড্র করতে পেরেছি বলেই ভালো লাগছে।’
ফরোয়ার্ড নাজিম হাসান শেষদিকে মালদ্বীপকে এগিয়ে নেন। অভিষিক্ত বাংলাদেশ ডিফেন্ডার শাকিল হোসেনের ভুলেই গোল পায় স্বাগতিকরা। তারিক কাজির ক্লিয়ার করা বল তার গায়ে লাগাতেই বিপত্তি। পরিনতি পিছিয়ে বাংলাদেশ। তখন ম্যাচের বাকী ৩ মিনিট। ফাহিম-রাকিবরা ভুল করলেও বদলি নামা সাদ ভুল করেননি।রাকিবকে তুলে তাঁকে নামান বাংলাদেশ কোচ কাবরেরা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে এই ডিফেন্ডারই স্বস্তি এনে দিলেন। সতীর্থের ক্রস গোলমুখে পেয়ে ঠাণ্ডা মাথায় দারুণ টোকায় জাল খুঁজে নেন তিনি। আগামী ১৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনার হোম ম্যাচে জিতলেই বিশ্বকাপের মূল বাছাইপর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post