স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনায় চলছে এবারের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। শনিবার থেকে শুরু হওয়া এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ হার দেখেছে ব্রাজিল। ইতালির বিপক্ষে ৩-২ গোলে হেরেছে রোনালদিনহো-নেইমারদের উত্তরসূরিরা। রোববার রাতে আর্জেন্টিনার স্তাদিও মালভিনাসে প্রথমার্ধে ৩ গোল হজম করে ব্রাজিলের যুব দল। দ্বিতীয়ার্ধে ২ গোল শোধ দিলেও ব্যবধান আর কমাতে পারে নি সেলেসাওরা। হার নিয়ে ছাড়তে হয় মাঠ।
স্তাদিও মালভিনাসে ম্যাচের ১১ মাত্তেও প্রাতি ইতালিকে লিড এনে দেন। বাঁদিক থেকে সতীর্থের ক্রসে বল পেয়ে যান প্রাতি। আলতো করে বল ব্রাজিলের জালে পাঠান এই ফরোয়ার্ড। ম্যাচের ২৭ মিনিটে দ্বিতীয় গোল হজম করে ব্রাজিল। ইতালির দ্বিতীয় গোল আসেন সিজার কাসেদাইর হেড থেকে। কর্ণার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে পারেন নি গোলপোস্ট ছেড়ে আসা ব্রাজিলের গোলরক্ষক। ব্যবধান হেড দিয়ে বাড়ান সিজার।
জোড়া গোল হজমের কিছুক্ষণ পরেই নিজেদের ডি-বক্সে সিজারকে ফাউল করে বসেন ব্রাজিল ডিফেন্ডার আর্থার। তাতে পেনাল্টির সুযোগ পায় ইতালি। সেই সুযোগ থেকে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন সিজার। বিরতি থেকে মাঠে ফিরেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। ম্যাচের ৭২ মিনিটে ইতালির জালে বল পাঠিয়ে ব্যবধান কমান মার্কোস লিওনার্দো। ৮৭ মিনিটের মাথায় ব্রাজিলের হয়ে আবারো গোল করেন লিওনার্দো। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করতে হলো সেলেসাওদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post