নিজস্ব প্রতিবেদকঃ হার দিয়ে বিপিএলের সিলেট পর্ব শেষ হলো সিলেট স্ট্রাইকার্সের। ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে আজ স্বাগতিকদের ৩০ রানে হারিয়েছে চিটাগং কিংস। আগে ব্যাট করে ২০৩ রান করে চিটাগং। রান তাড়ায় ১৭৩ রানের বেশি করতে পারে নি সিলেট।
২০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মোটামুটি লড়াই করে সিলেট। ইনিংসে সিলেটের তারকা জাকের আলী ২৩ বলে ৩ চার আর ৪ ছক্কায় অপরাজিত ৪৭ রানের ইনিংসে খেলেন। এছাড়া ৩৭ বলে ৫২ করে জর্জ মানজি। দুর্দান্ত ছন্দে থাকা জাকির হাসান আজ ১৯ বলে করেন ২৫। চিটাগংয়ের মোহাম্মদ ওয়াসিম ২৫ রানে ৩টি আর আলিস আল হাসান ৩৬ রান খরচায় নেন দুইটি উইকেট।
বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। প্রথম ওভারেই গোল্ডেন ডাক মেরে ফিরেছেন ওপেনার পল স্টার্লিং। তিনে নামা জাকির উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে । ফিরেছেন ১৯ বলে ২৫ রান করে। ব্যর্থ হয়েছেন ওপেনার রনি তালুকদারও। পাওয়ারপ্লেতে তিন উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে যায় সিলেট।
শুরুর ধাক্কা কাটিয়ে দলের হাল ধরার চেষ্টা চালিয়েছেন জর্জ মানজি। পরে তার সঙ্গে যোগ দেন জাকের আলি অনিকও। টপঅর্ডার ব্যাটারদের ব্যর্থতার মিছিলে গুরুত্বপূর্ণ ফিফটি হাঁকান মুনশি। যদিও ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলে ফিরে গেছেন তিনিও। যত সময় যাচ্ছিল সিলেটের জয়ের সমীকরণ ততই কঠিন হতে থাকে। শেষ দিকে জাকের আলি রীতিমতো বোলারদের ওপর তুফান বইয়ে দিয়েছেন। ২৩ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তরুণ এই ব্যাটার। তবে তাতে হারের ব্যবধান কমেছে কেবল। এর আগে
এর আগে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বোলারদের তুলোধুনো করে আগে ৬ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় চিটাগং কিংস। ফিফটি হাঁকিয়েছেন উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। শেষ দিকে ১৮ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ২০০ পার করতে বড় অবদান রাখেন হায়দার আলী। সিলেটের হয়ে তামজিম হাসান সাকিব ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন নাহিদুল ইসলাম, রুয়েল মিয়া ও আরিফুল হক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০