স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ইপসউইচ টাউনকে ৪-১ ব্যবধানে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় পায় সিটিজেনরা।
স্যামি স্মডিক্সের গোলে পিছিয়ে পড়ার পর চার মিনিটের মধ্যে হলান্ডের দুটি ও কেভিন ডি ব্রুইনের একটি গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় সিটি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে হ্যাটট্রিক পূর্ণ করেন হালান্ড। এই হ্যাটট্রিকে সিটির জার্সিতে নিজের গোলসংখ্যা ৯৪-এ নিয়ে গেলেন তিনি। ২০২২-২৩ মৌসুমে তিনি সিটিতে নাম লেখানোর পর এর চেয়ে বেশি গোল ইংল্যান্ডের ফুটবলে আর কারও নেই।
দারুণ এক পাল্টা আক্রমণে সপ্তম মিনিটে এগিয়ে যায় ইপ্সউইচ। ওই ধাক্কা সামলে ১২ থেকে ১৬- এই চার মিনিটের মধ্যে তিন গোল করে চালকের আসনে বসে সিটি। প্রথমে পেনাল্টি থেকে সমতা টানেন হালান্ড। চতুর্দশ মিনিটে গোলরক্ষকের ভুলে দ্বিতীয় গোল হজম করে ইপ্সউইচ। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে ফাঁকা জালে বল পাঠান ডি ব্রুইনে। সেই রেশ থাকতেই দারুণ নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে আরেকটি চমৎকার গোলে কাঙ্ক্ষিত হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০