স্পোর্টস ডেস্কঃ এমআই এমিরেটসের কাছে আগের ম্যাচে বিব্রতকর ব্যাটিংয়ে ১৫৭ রানের বিশাল ব্যবধানে হেরেছিল ডেজার্ট ভাইপার্স। মঙ্গলবার শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে স্কোরবোর্ড জমাতে পারেনি। পুঁজি ১৪৮ রানের। তবে মন্থর উইকেটের ফায়দা তুলে পার্থক্য গড়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২২ রানে নিজেদের ষষ্ঠ জয়ে আইএল টি-টোয়েন্টির প্লে অফ নিশ্চিত করেছে ডেজার্ট ভাইপার্স।
৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ডেজার্ট। আর এক পয়েন্ট পেলে লিগ পর্বে সেরা দুইয়ে থাকা নিশ্চিত তাদের। সমান খেলে ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে শারজাহ।
টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালো হয়নি ডেজার্টের। ১৪তম ওভারে তাদের স্কোর ছিল ৫ উইকেটে ৮০ রান। তবে স্যাম বিলিংস ও বেনি হাওয়েলের ব্যাটে দলীয় স্কোর ১৪৮ হয়। হাওয়েল ৩৪ রানে অপরাজিত ছিলেন। ২৭ করেন বিলিংস।
ডেজার্টের ৬ উইকেটের মধ্যে দুটি করে নিয়েছেন শারজার বোলার মোহাম্মদ জাওয়াদউল্লাহ ও নুর আহমেদ।
লক্ষ্যে নেমে তুলনামূলক ভালো অবস্থানে ছিল শারজাহ। ২ উইকেট হারিয়ে ৫০ রান হয়েছিল তাদের। তবে হাসারাঙ্গা বল হাতে নিয়ে মোড় ঘুরিয়ে দেন। টানা তিন ওভারে মার্কাস স্টয়নিস, অ্যাডাম হোস ও মোহাম্মদ নবীকে ফেরান লঙ্কান স্পিনার। ১৩তম ওভারে ৬৫ রানে নেই ৬ উইকেট।
পল ওয়াল্টার (২৭) ও নুর আহমেদ (২৩) সপ্তম উইকেটে প্রতিরোধ গড়লেও রান রেট কমতে থাকে। দুজনকেই ফেরান লুক উড। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২৬ রানে থামে শারজাহ।
হাসারাঙ্গা ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা। ২০ রান দিয়ে সমান সংখ্যক উইকেট পান উড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post