স্পোর্টস ডেস্কঃ আগেই জানা গিয়েছিলে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারছেন না লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই লঙ্কান তারকাকে না পেয়ে এবার আরেক লঙ্কান ক্রিকেটার দলে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। বিজয়কান্ত বিয়াসকান্তকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এক বিবৃতিতে সানরাইজার্স হায়দ্রাবাদ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিষয়টি।
এখন পর্যন্ত দেশের জার্সিতে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা বিজয়কান্ত ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতেই ২০১৬ আইপিএলের চ্যাম্পিয়নদের ঢেরায় যোগ দিচ্ছেন। ২২ বছর বয়সী এই লেগ স্পিনার স্বীকৃত ক্রিকেটে ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৬.৭৬ ইকোনোমি রেটে সব মিলিয়ে ৪২টি উইকেট শিকার করেছেন তিনি।
Discussion about this post