নিজস্ব প্রতিবেদকঃ আচরণবিধি ভঙ্গের কারণে বাংলাদেশের ক্রিকেটার তাওহীদ হৃদয়কে শাস্তি দিয়েছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে হওয়া কাণ্ডের জন্যই তাকে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।
শনিবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর সেই ম্যাচে বাংলাদেশের ইনিংসে নুয়ান থুসারার বলে বোল্ড আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিলেন তিনি। কিন্তু লঙ্কান ফিল্ডারদের স্লেজিংয়ের জবাব দিতে তেড়েফুঁড়ে ফিরে আসেন। পরবর্তীতে আম্পায়ার হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।
তবে ঐ আগ্রাসী ভঙ্গির জন্যই হৃদয়কে শাস্তি দিয়েছে আইসিসি। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট দিয়েছে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ম্যাচ শেষে রেফারির কাছে নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আলাদা করে প্রয়োজন পড়েনি শুনানির।
উল্লেখ্য, সিরিজের তৃতীয় ম্যাচটিতে বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আর এতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে লঙ্কানরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post