স্পোর্টস ডেস্কঃ ডাম্বুলা অরার বিপক্ষে হারের তেতো স্বাদ পেয়েছে জাফনা কিংস। সোমবার ৯ রানে হেরেছে থিসারা পেরেরার দল। জাফনার জার্সিতে খেলা বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয় গোল্ডেন ডাক মেরেছেন আজ। পাল্লেকেলে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করা ডাম্বুলা ৮ উইকেটে ১৩৪ রান করেছে।
সতীর্থদের ব্যর্থতার দিনে দায়িত্বশীল ইনিংস খেলেছেন সাদিরা সামারাবিক্রমা। ২৫ বলে ৪ চারে ৩০ রান করেন তিনি। কুশল পেরেরা ৪১ রান করেন ৩৬ বল খেলে। ৩ চারে এই ইনিংস সাজান তিনি। শেষ দিকে হেইডেন কারের বলে ২৫* অপরাজিত ইনিংসও ছিল উল্লেখযোগ্য। জাফনার হয়ে ১৩ রানে দুটি উইকেট নেন শোয়েব মালিক। ২৬ রানে দুটি নেন নুয়ান থুশারাও। একটি করে নিয়েছেন মাহিশ থিকশানা ও দুনিথ ওয়াল্লালাগে।
১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় জাফনা। দ্বিতীয় ওভারে চারিথ আসালঙ্কার (৫) আউটের পর হৃদয় এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু বিপদের মুহূর্তে কোনও ভূমিকা রাখতে পারেননি তিনি। বরং তৃতীয় ওভারে গোল্ডেন ডাকে আউট হয়ে বিপদ আরও বাড়িয়েছেন। বিনুরা ফার্নান্ডোর বলে মিড উইকেটে দলীয় ৮ রানে ক্যাচ উঠিয়ে ফিরেছেন।
দলীয় ৭২ রানে জাফনা হারায় সপ্তম উইকেট! পাকিস্তানি ব্যাটার শোয়েব মালিক শুধু একা লড়াই চালিয়েছেন। ৫৩ বলে ৫ চার ও ৬ ছক্কায় সর্বোচ্চ ৭৪ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১২৫ রান করতে পারে জাফনা কিংস। ডাম্বুলার হাসান আলী ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। একটি করে নিয়েছেন বিনুরা ফার্নান্ডো, নূর আহমেদ ও হেইডেন কার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post