নিজস্ব প্রতিবেদক:: ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে হবিগঞ্জ জেলা ক্রিকেট দল। নিজেদের শেষ ম্যাচে ১৭৭ রানের বড় ব্যবধানে কুড়িগ্রাম জেলা দলকে হারিয়েছে হবিগঞ্জ জেলা দল।
আগে ব্যাট করা হবিগঞ্জ জেলা দল হৃদয়ের সেঞ্চুরিতে ২৭৭ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা কুড়িগ্রাম জেলা দল মাত্র ১০০ রানেই গুটিয়ে যায়।
টস হেরে ব্যাট করতে নামা হবিগঞ্জ জেলা দল হৃদয় দেবের সেঞ্চুরি ও শাহিদুর রহমানের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৭৭ রান তূলে। নয় চার ও তিন ছক্কায় ১৩৩ বলে ১১০ রান করেন ওপেনার হৃদয়। ৪২ বলে ৫৯ রান করেন শাহিদুর রহমান। এছাড়াও ৪৪ রান করেন আবু সুফিয়ান।
কুড়িগ্রামের হয়ে শরিফ সরকার ৩টিকরে উইকেট লাভ করেন।
২৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নামা কুড়িগ্রাম জেলা দল ২৪.১ ওভারে মাত্র ১০০ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন ফুয়াদ সরকার। ১৬ রান করেন মুনতাসির। এছাড়াও ১১ রান করে সংগ্রহ করেন রাব্বি ও রানা।
হবিগঞ্জ জেলা দলের হয়ে হৃদয় ও জুয়েদ ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post