স্পোর্টস ডেস্কঃ আইপিএলে টানা তিন জয়ের দেখা পেল রাজস্থান রয়্যালস। আসরে ৫ ম্যাচ খেলে ৪ জয়ে আপাতত ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সঞ্জু স্যামসনের দল। রোববার সাবেক চ্যাম্পিয়নরা ৩ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্সকে। শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেছেন রাজস্থানের শিমরন হেটমায়ার।
আহমেদাবাদে আগে ব্যাট করে ১৭৭ রান করে গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ৩ উইকেটের জয় পায়। যদিও রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পরে রাজস্থান। দলীয় ৪ রানে দুই ওপেনারকে হারায় তারা। ফর্মের তুঙ্গে থাকা জস বাটলার এদিন রানের খাতা খোলার আগেই ফিরে যান। টিকতে পারেন নি জস্বসী জয়সওয়ালও। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেন দেবদূত পাড্ডিকাল ও স্যামসন।
তাদের ৪৩ রানের জুটি ভাঙে ২৫ বলে ২৬ রান করা পাড্ডিকালের বিদায়ে। মাঝে বিপদ বাড়ান রিয়ান পরাগ মাত্র ৫ রান করে ফিরলে। এবারের আসরে এক ম্যাচেও হাসে এই ব্যাটারের ব্যাট। তবে একপ্রান্ত আগলে স্যামসন হাঁকান ফিফটি। শেষ পর্যন্ত তিনি ৩২ বলে ৬০ রানের ইনিংস খেলেন। ৬ ছক্কা ও ৩ চারে এই ইনিংস সাজান স্যামসন।
শেষদিকে হেটমায়ারের ২৬ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংসের উপর ভর করে ৩ উইকেট ও চার বল হাতে রেখেই জয় তুলে নেয় রাজস্থান। এই ক্যারিবিয়ান ব্যাটারের ইনিংসে ছিল ৫ ছক্কা ও ২ চার। দুর্দান্ত এই ইনিংসে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন বাঁহাতি এই ব্যাটার। রবিচন্দ্রন অশ্বিন করেন ৩ বলে ১০ রান। গুজরাটের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। রশিদ খান এদিন ছিলেন বেশ খরুচে। যদিও ২ উইকেটের দেখা পেয়েছেন এই লেগ স্পিনার। তবে ৪ ওভারে ৪৬ রান খরচ করেন রশিদ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না গুজরাটের। প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান ঋদ্ধিমান সাহা (৪)। শুভমান গিল ৩৪ বলে ৪৫, সাই সুদর্শন ১৯ বলে ২০, হার্দিক পান্ডিয়া ১৯ বলে ২৮ আর অভিনব মনোহর ১৩ বলে ৩ ছক্কায় ২৭ রানের ইনিংস খেলেন। ডেভিড মিলার আউট হয়েছেন একদম শেষ ওভারে। কিন্তু ৪ রানের জন্য ফিফটিটা পূরণ করতে পারেননি তিনি। ৩০ বলে ৩ চার আর ২ ছক্কায় ৪৬ করে সাজঘরে ফিরতে হয় মারকুটে এই ব্যাটারকে। রাজস্থানের সন্দ্বীপ শর্মা নেন দুটি উইকেট। ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল ও অ্যাডাম জাম্পা নেন ১টি করে উইকেট।
Discussion about this post