স্পোর্টস ডেস্ক:: তারকায় ঠাসা দল পিএসজি ফরাসি কাপ থেকে বিদায় নিলো। মেসি-নেইমারদের দল শেষ ষেলোতে হেরে গেলো মার্সেইয়ের বিপক্ষে। যোগ করা সময়েও রামোস সুযোগ মিস করেছেন। ঘরের মাঠে তাই হারে বিদায় নিয়ে মাঠ ছাড়তে হলো তাদেরকে।
মার্সেই ২-১ গোলের ব্যবধানে দারুণ জয় তুলে নিয়েছে তারকায় ঠাসা দলটির বিপক্ষে। ঘরের মাঠেই হারের হতাশায় ডুবতে হলো পিএসজির সমর্থকদের।
দুই দলের আক্রমণ পাল্টা আক্রমনের ম্যাচটির প্রথমার্ধেই আসে দু’টি গোল। ম্যাচের ৩১তম মিনিটে মার্সেই লিড নেয় তারকা বহুল দলটির বিপক্ষে। নিজেদের বিপদজনক সীমানায় ফাউল করে বসে পিএসজি। সানচেজ স্পট কিকি থেকে নেইমারদের গোলরক্ষককে পরাস্ত করেন। ১-০ গোলে এগিয়ে যায় মার্সেই।
পিছিয়ে পড়া পিএসজি প্রথমার্ধের শেষ দিকে সমতায়ও ফেরে। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নেইমারের কর্নার থেকে আসা বলে দারুণ হেডে পিএসজিকে সমতায় ফেরান সার্জিও রামোস। ১-১ স্কোর লাইন করেই বিরতিতে যায় মেসিরা।
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পরপরই আবারো মার্সেই লিড নেয়। ম্যাচের ৫৭তম মিনিটে ব্যবধান ২-১ করে দলটি। সানচেজের শট জটলার মধ্যে ফিরিয়ে দেন পিএসজির ডিফেন্ডাররা। ফিরতি বলে ডি বক্সের বাইরে থেকে মালিনোভস্কি বুলেট গতির শটে বল পাঠিয়ে দেন পিএসজির জালে। আবারো তাই পিছিয়ে পড়তে হয়ে মেসি-নেইমারদের।
ম্যাচের বাকীটা সময় নেইমাররা আক্রমণের পর আক্রমণ করেছেন। তবে টিকই লিড ধরে রেখেছে মার্সেই। গোলের দেখা পায়নি তাই কোনো দলই। শেষ পর্যন্ত ২-১ গোলের হারে শেষ ষেলো থেকেই বিদায় নিতে হলো পিএসজিকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post