স্পোর্টস ডেস্কঃ অ্যালেক্স হেলসের দুর্দান্ত ব্যাটিংয়ে শারজাহ ওয়ারিয়র্সকে হারিয়ে আইএল টি-টোয়েন্টি শুরু করলো ডেজার্ট ভাইপার্স। ১৪৬ রানের লক্ষ্যে নেমে ইংলিশ ব্যাটসম্যানের ৫২ বলে ৯ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৩ রানের কল্যাণে ২০ বল হাতে রেখেই জিতেছে দলটি। হেলস হয়েছেন ম্যাচসেরাও।
তবে ডেজার্ট ভাইপার্সের ৭ উইকেটের জয়ে অবদান রেখেছেন হেলসের জাতীয় দলের সতীর্থ স্যাম বিলিংসও। দুজনে তৃতীয় উইকেটে ১২৮ রানের জুটি গড়েন। বিলিংস ৩৮ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৯ রান করেন।
ইনিংসের প্রথম দুই ওভারে ১৫ রানে ২ উইকেট হারানোর পর দুজনের ব্যাটে জয় ছিনিয়ে নেয় ডেজার্ট ভাইপার্স।যদিও লক্ষ্য থেকে ৩ রান দূরে থাকতে থামেন বিলিংস। শেরফানে রাদারফোর্ড ১ রানে অপরাজিত ছিলেন।
শারজাহর হয়ে মঈন আলি, ক্রিস ওকস ও জুনায়েদ সিদ্দিকি ১টি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৬৮ রানের মধ্যেই ৫ উইকেট হারায় শারজাহ ওয়ারিয়র্স। জো ডেনলি ও মোহাম্মদ নবীর ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে সম্মানজনক স্কোর গড়ে তারা। ডেনলি ৩৩ বলে ৩ বাউন্ডারিতে ৩৬ ও নবী ২৩ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৪ রানে অপরাজিত ছিলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৫ রান করে তারা।
ডেজার্টের হয়ে ছয় জন বোলারের পাঁচ জনই ১টি করে উইকেট শিকার করেছেন। তারা হলেন শেলডন কটরেল, অ্যাটিকসন, টম কারান, টাইমাল মিলস ও বেনি হাওয়েল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post