নিজস্ব প্রতিবেদকঃ এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বড় তারকা আনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও তারকা আনার চেষ্টা করছে। তার মধ্যে অন্যতম মোহাম্মদ রিজওয়ান। গেল রাতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সিরিজ শেষ হয়েছে। আর সেই সিরিজ শেষেই দ্রুত বাংলাদেশে আসার বিমানে চড়েন রিজওয়ান।
সকালে এসে ঢাকা পৌঁছান তিনি। আর ঢাকা পৌঁছে তাৎক্ষণিক কোনো ফ্লাইট না থাকায় হেলিকপ্টারে করে চট্টগ্রামে উড়িয়ে আনা হয়। ম্যাচের টসের সময় এসে পা রাখেন। এরপরই সাগরিকায় খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। রিজওয়ানকে একাদশে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দুপুর দেড়টায় ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে কুমিল্লা। সেই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। যার ফলে আগে ব্যাট করবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।
আর ম্যাচটিতে কুমিল্লার একাদশে দেখা যাবে রিজওয়ানকে। টানা ভ্রমণক্লান্তির পরও কোনো আলাদা প্রস্তুতি ছাড়াই নামছেন মাঠে। এই ম্যাচে কুমিল্লার একাদশের চার বিদেশি হলেন রিজওয়ান, চ্যাডউইক ওয়ালটন, হাসান আলি ও খুশদিল শাহ। হাসান আলি এবং ওয়ালটনও প্রথম ম্যাচ খেলতে নামছেন। এর বাইরেও আসরে প্রথমবার সুযোগ পাচ্ছেন নাঈম হাসান।
এদিকে সাকিব আল হাসানের বরিশালও একাদশে একটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার কাজী অনিক।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, চ্যাডউইক ওয়ালটন, মোহাম্মদ রিজওয়ান, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, হাসান আলি, খুশদিল শাহ, মুস্তাফিজুর রহমান, নাঈম হাসান ও তানভীর ইসলাম।
ফরচুন বরিশাল একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), চতুরঙ্গ ডি সিলভা, এনামুল হক বিজয়, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, করিম জানাত, কামরুল ইসলাম রাব্বি, কাজী অনিক ও সানজামুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post