নিজস্ব প্রতিবেদকঃ ভারতের বিপক্ষে একে একে টানা চার ম্যাচ হেরে এখন হোয়াইটওয়াশের লজ্জার সামনে বাংলাদেশ নারী দল। বৃহস্পিতবার নিগার সুলতানা-মারুফারা হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে। বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচে টস হেরেছে টাইগ্রেসরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
সিরিজের একটি ম্যাচেও এখন পর্যন্ত লড়াই করতে পারেনি বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে ৪৪ রানের বড় হারে শুরু। এরপর প্রতি ম্যাচেই নাকাল হয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে, তৃতীয় ম্যাচে হারে ৭ উইকেটে। এরপর বৃষ্টিবিঘ্নিত চতুর্থ টি-টোয়েন্টিতে ৪৪ রানের বড় হার দেখে বাংলাদেশ নারী দল।
সান্ত্বনার জয়ের খোঁজে বাংলাদেশ আজ ফিল্ডিংয়ে নামছে তিনটি পরিবর্তন নিয়ে। মুরশিদা খাতুন, মারুফা আক্তার এবং হাবিবা ইসলামকে এই ম্যাচে একাদশে রাখা হয়নি। তাদের বদলে দলে এসেছেন সোবহানা মোস্তারি, রিতু মনি এবং ফারিহা তৃষ্ণা।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, রাবেয়া, স্বর্ণা আক্তার, রুবিয়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা।
ভারত একাদশ: হারমানপ্রীত কর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, হেমলতা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিকা ঘোষ, পূজা ভাস্ত্রকার, তিতাস সাধু, আশা সোবহানা, রাধা যাদব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post