স্পোর্টস ডেস্কঃ আল নাসের হয়ে নিজের প্রথম তিন ম্যাচে মাত্র ১ গোল করেছেন। সমালোচনা ঘিরে ধরেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে। তবে এবার মাত্র এক ম্যাচেই হ্যাটট্রিকসহ ৪ গোল করলেন এই পর্তুগিজ সুপারস্টার। গড়েছেন ক্যারিয়ারের নতুন মাইলফলক আর রেকর্ড।
সৌদি প্রো লিগে আল ওয়েহদার বিপক্ষে ৪ গোল করেছেন রোনালদো। আর এতেই লিগ পর্যায়ে ৫০০ গোলের রেকর্ড গড়েছেন তিনি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এই মাইলফলক গড়লেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির লিগ পর্যায়ে গোল সংখ্যা ৪৯৭।
২০ বছরের ফুটবল ক্যারিয়ারে সব মিলিয়ে ৫টি ক্লাবের হয়ে লিগ পর্যায়ে এমন কীর্তি গড়েন সিআরসেভেন। খেলেছেন স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসেরের হয়ে। এর মধ্যে সর্বোচ্চ ৩১১ গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায়। দুই দফায় ম্যান ইউতে খেলে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করেছেন ১০৩টি। জুভেন্টাসের হয়ে সিরি আ’তে করেছেন ৮১টি গোল। লিসবনের হয়ে পর্তুগালের লিগে করেছেন ৩টি গোল। আর আল নাসেরের হয়ে করলেন ৫ গোল।
শুধুমাত্র ৫০০ গোলের রেকর্ডই নয়। টানা ১৪টি মৌসুমে হ্যাটট্রিকের অনন্য রেকর্ডও গড়েছেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারে ৬১তম হ্যাটট্রিক এটি তার। এর মধ্যে বয়স ত্রিশের কোটা পার হওয়ার পর নিজের ৩১তম হ্যাটট্রিক করলেন তিনি। এসবের বাইরে ক্যারিয়ারে সব মিলিয়ে ১১তম বারের মতো এক ম্যাচে ৪ গোল বা এর বেশি গোল করলেন রোনালদো।
এতসব রেকর্ড আর মাইলফলকের রাতে রোনালদোর করা ঐ ৪ গোলে ভর করেই আল ওয়েহদাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আল নাসের। লিগে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post