স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদো, সাদিও মানেরা জ্বলে উঠলেন এক সঙ্গে। দুই তারকার জ্বলে উঠার দিনে উড়ে গেলো প্রতিপক্ষ। প্রো লিগের ম্যাচে দলের বড় দুই তারকার দিনে আল নাসর জিতেছে ৫-০ ব্যবধানে।
আল ফাতেহকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো আল নাসর। পর্তুগিজ তারকার হ্যাটট্রিকের দিনে সেনেগালের তারকা আদায় করে নিয়েছেন জোড়া গোল। নাসরের সমর্থকেরা উপভোগ দারুণ এক ম্যাচ।
পাঁচ গোলের ম্যাচটিতে রোনালদোর তিন গোল, সঙ্গে গোলের শুরু করা সাদিও মানের দুই গোল। শুরুটা করে ছিলেন সেনেগালের তারকা, যোগ করা সময়ে হ্যাটট্রিক পূর্ণ করে শেষ করেছেন পর্তুগিজ সুপার স্টার। প্রথমার্ধের দুই সঙ্গের সঙ্গে দ্বিতীয়ার্ধের তিন গোলে ৫-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে।
সেনেগালের তারকা সাদিও মানে করেছিলেন গোলের শুরু। এরপর ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাটট্রিক পূর্ণ করেছেন, মানেও কম যাননি। জোড়া গোল করেছেন তিনি নিজেও।
ম্যাচের ২৭তম মিনিটে সাদিও মানের গোলে আল নাসর লিড নেয়। ১-০ গোলে এগিয়ে যাওয়া দলকে প্রথমার্ধেই আরো এগিয়ে দেন রোনালদো। ম্যাচের ৩৮তম মিনিটে তার গোলে আল নাসর লিড নেয় ২-০ ব্যবধানে। পিছিয়ে পড়া আল ফাতেহ প্রথমার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি। এগিয়ে থেকে বিরতিতে যায় নাসর।
বিরতির জ্বলে উঠেন রোনালদো। পূর্ণ করে নেন হ্যাটট্রিক। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর মিনিট দশেকের মধ্যেই পর্তুগিজ তারকা নিজের জোড়া গোর পূর্ণ করেন। ৫৬তম মিনিটে তার গোলেই নাসর এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
বড় ব্যবধানে পিছিয়ে পড়া আল ফাতেহ আর ঘুরে দাঁড়াতে পারেনি। তার আগেই সাদিও মানে নিজের জোড়া গোল আদায় করে নেন। ম্যাচের ৮১তম মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন তিনি। ৪-০ ব্যবধানে এগিয়ে থাকা ম্যাচে যোগ করা সময়ে ফাতেহের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রোনালদো। যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। নিশ্চিত করেন দলের ৫-০ ব্যবধানের জয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post